১০০১ টাকায় জমি পেলেন ক্রিকেটার মিরাজ


টাইমস প্রতিবেদক | Published: 2017-12-19 07:35:36 BdST | Updated: 2024-05-20 20:00:51 BdST

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি অনুযায়ী জমির প্লট বুঝে পেলেন জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। গেল বছর ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্ট সিরিজে মিরাজের অনবদ্য পারফরম্যান্সে একটি টেস্ট জয় এবং সিরিজ ড্র করে বাংলাদেশ। এরপরই খুলনায় মিরাজকে বাড়ি তৈরির জন্য প্লট দেয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

সোমবার (১৮ ডিসেম্বর) খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার আহসানুল হক মিয়া মিরাজের হাতে জমির দলিলটি হস্তান্তর করেন। এ সময় খুলনা ২ ও ৩ আসনের সংসদ সদস্য এবং খুলনা সিটি মেয়র উপস্থিত ছিলেন।

নগরীর মুজগুন্নি আবাসিক এলাকার এন ৪৪ নম্বর প্লটে ৩ দশমিক ৬ কাঠার জমি দেয়া হয়েছে মিরাজকে। মিরাজের পরিবারের কাছ থেকে প্রতীকী মূল্য হিসেবে এক হাজার এক টাকা নেয়া হয়। জমি পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান মিরাজ ও তার পরিবার। সেই সঙ্গে আসন্ন সিরিজগুলোতে ভালো কিছু করার প্রত্যয় জানান মিরাজ।

এইচজেড/ ১৯ ডিসেম্বর ২০১৭