নেইমারকে 'নকল করায়' এমবাপ্পেকে নিয়ে সমালোচনার ঝড়


টাইমস ডেস্ক | Published: 2018-07-07 19:24:23 BdST | Updated: 2024-05-06 05:14:19 BdST

উরুগুয়েকে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে ফ্রান্স। কিন্তু দলটির তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পেকে উঠেছে সমালোচনার ঝড়। পুরো টুর্নামেন্ট জুড়ে নেইমারের মাঠে গড়াগড়ি খাওয়া নিয়ে আলোচনা কম হয়নি। গতকাল রাতের পর সেই আলোচনার কেন্দ্রে আর নেইমার নন, ১৯ বছরের এমবাপ্পে।

ফ্রান্সের তরুণ এ খেলোয়াড়ের মধ্যে অনেকে ফুটবলের পরবর্তী মহাতারকাকে দেখছেন। কারণ বিশ্বকাপ জুড়েই দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়েছেন তিনি। কিন্তু গতকাল রাতে তার ছেলেমানুষী আচরণে অনেকেই বিরক্ত হয়েছেন।

দ্বিতীয়ার্ধে উরুগুয়ের ফুটবলার ক্রিশ্চিয়ান রদ্রিগুয়েজ তাকে সেভাবে স্পর্শ না করলেও এমবাপ্পে মাঠে গড়াগড়ি খেয়েছেন যা অনেকেরই ভালো লাগেনি। সাবেক ব্রিটিশ ফুটবলার গ্যারি লিনেকার তার এমন কাণ্ড দেখার পর টুইট করেছেন, আমি বুঝতে পারছি না সে এটা কার কাছ থেকে শিখেছে।

নেইমারকে 'নকল করায়' এমবাপ্পেকে নিয়ে সমালোচনার ঝড়

 

নেইমার ও এমবাপ্পে দু'জনেই পিএসজিতে খেলেন। অনেকে মজা করে বলছেন মাঠে পড়ে গড়াগড়ি খাওয়ার এ শিল্প নেইমারই শিখিয়েছেন এমবাপ্পেকে! সূত্র: দ্য সান।

এসএম/ ০৭ জুলাই ২০১৮