রাশিয়াকে হারিয়ে উল্লসিত ক্রোশিয়ান প্রেসিডেন্ট


টাইমস অনলাইনঃ | Published: 2018-07-09 04:43:01 BdST | Updated: 2024-05-06 06:19:34 BdST

টাইব্রেকারে রাশিয়াকে হারিয়ে সেমিতে উঠায় আনন্দে উল্লসিত ক্রোয়েশিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট কোলিন্দা কিত্রোভিক। তিনি গ্যালারিতে থাকা অন্যান্য দর্শকদের সঙ্গে নাচানাচি করেন এবং হাই ফাইভ দেন। তার এই দৃশ্য ইতিমধ্যেই দেশটিতে ভাইরাল হয়ে পড়েছে। যা মন কেড়ে নিয়েছে দেশটির জনগণকে।

উল্লাস 

আগামী বুধবার ক্রোশিয়া সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখী হবে। 

এই প্রেসিডেন্ট ১৯৯৩ ইউনিভার্সিটি অব জাগ্রেব থেকে আর্টসে গ্র্যাজুয়েশন করেন। 

১২০ মিনিটের খেলা। পেন্ডুলামের মতো একবার এদিকে, আরেকবার ওদিকে দুলছিল পুরো ম্যাচ। কেউ কাউরে ছাড়ার পাত্র নয়। প্রথমে গোল করেছিল রাশিয়া, এরপর ক্রোয়েশিয়া। খেলা গড়াল অতিরিক্ত সময়ে। সেখানে গোল করে এগিয়ে গেলো ক্রোয়েশিয়া। এরপর আবারও গোল করলো রাশিয়া।

প্রেসিডেন্ট 

১২০ মিনিট শেষে ২-২ সমতা। খেলা গড়ালো টাইব্রেকারে। ভাগ্যের এই লড়াইয়ে শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে স্বাগতিক রাশিয়াকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেলো ক্রোয়েশিয়া।

যে ফার্নান্দেস গোল করে রাশিয়াকে সমতায় ফিরিয়েছিলেন, সেই ফার্নান্দেসই টাইব্রেকারে গোল মিস করে ডোবালেন রাশিয়াকে।

মাঠে প্রেসিডেন্ট 


১৯৯৮ সালের পর এই প্রথম আবারও সেমিতে উঠলো ক্রোয়াটরা।

বিদিবিএস