ফিফার অফিসিয়াল পেজে ঢাবির টিএসসির উল্লাস


টাইমস অনলাইনঃ | Published: 2018-07-09 20:39:20 BdST | Updated: 2024-05-06 06:11:11 BdST

পুরো বিশ্ব কাঁপছে বিশ্বকাপ জ্বরে। পিছিয়ে নেই বাংলাদেশও। বলা যায় গোটা দেশই ছেয়ে গেছে বিশ্বকাপ উন্মাদনায়। প্রিয় দলের পতাকা, খেলোয়াড়ের ছবি, জার্সি নিয়ে পাগলামিতে মেতে উঠেছে ফুটবল সমর্থকরা। শুধু তাই নয় বিশাল দৈর্ঘ্যের পতাকা বানিয়ে, প্রিয় দলের পতাকার রংয়ে বাড়ি রাঙানোর ঘটনাও দেখা গেছে।

বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের এমন উন্মাদনা নজর কেড়েছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফারও। নিজেদের অফিসিয়াল পেজে বাংলাদেশি সমর্থকদের বিশ্বকাপ উন্মাদনা নিয়ে কয়েকটি ছবিও পোস্ট করেছে ফিফা। প্রকাশিত ওই ছবিগুলোর একটিতে দেখা যাচ্ছে, প্রতীকী বিশ্বকাপ হাতে মঞ্চে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশি এক কিশোর।

আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, দেয়ালে রাশিয়া বিশ্বকাপের লোগো ফুটিয়ে তোলা হয়েছে। তার নিচেই ব্রাজিল ও নেইমারের ছবি সম্বলিত একটি জার্সি পরে দাঁড়িয়ে রয়েছে একটি বাচ্চা মেয়ে। আবার আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, বল পায়ে বিভিন্ন কারিকুরি দেখাচ্ছে আর্জেন্টিনার জার্সি পরিহিত এক কিশোর।

এমনকি হাজারো সমর্থকের একসঙ্গে বড় পর্দায় বিশ্বকাপের খেলা দেখার একটি ছবিও প্রকাশ করেছে ফিফা। ছবিটিতে দেখা যাচ্ছে টিএসসিতে এক সঙ্গে খেলা উপভোগ করছেন হাজারো সমর্থক। কেউ কেউ সেখানে উল্লাস করছেন। আবার কেউ কেউ ভগ্ন হৃদয়ে প্রতিপক্ষের গোল উদযাপন দেখছেন।

সর্বমোট চারটি ছবি পোস্ট করেছে ‘ফিফা ওয়ার্ল্ড কাপ’ নামক পেজটি, যেটি ফিফার অফিশিয়াল ফেসবুক পেজ হিসেবে পরিচিত। ছবিগুলোর ক্যাপশনে ফিফা লিখেছে, ‘বিশ্বকাপে কখনোই জায়গা করে নিতে না পারলেও বাংলাদেশ বিশ্বের অন্যতম দেশ যেখানে নিবেদিত ফুটবল সমর্থক রয়েছে।’

পোস্টের নিচে বাংলাদেশি পতাকার ইমোও ব্যবহার করেছে ফিফা। ইতোমধ্যে কমেন্ট বক্সে বাংলাদেশিদের শুভেচ্ছা বার্তায় সয়লাব পুরো পোস্টটি।