রোনালদো এখন জুভেন্টাসের


টাইমস ডেস্ক | Published: 2018-07-11 14:19:00 BdST | Updated: 2024-05-06 12:05:14 BdST

ছুটি কাটাতে গ্রিসে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেখানেই তার সঙ্গে দেখা করতে যান জুভেন্টাসের সভাপতি আন্দ্রে আগ্নেলি। সৌজন্যের আড়ালে সেই সাক্ষাৎ সিআর সেভেনকে স্পেন থেকে ইতালিতে আনার রণকৌশল ছিল, সেটা বুঝতে বাকি ছিল না সংবাদ মাধ্যমের। আসতে থাকে কথা এগোনোর খবর। শেষপর্যন্ত ওই বৈঠকেই ঠিক হয় রিয়াল মাদ্রিদের সঙ্গে নয় মৌসুমের সম্পর্ক চুকিয়ে রোনালদোর জুভেন্টাসে যোগ দেয়ার বিষয়টি।

কথা আটকে ছিল ১০০ মিলিয়ন ইউরোয়, তবে শেষঅবধি ৫ মিলিয়ন বাড়িয়ে অর্থাৎ, ১০৫ মিলিয়ন ইউরোতে চুক্তি পাকাপাকি করেছে জুভেন্টাস ও রিয়াল মাদ্রিদ। চুক্তিটা ২০২২ সাল পর্যন্ত। এই চার বছরে বাৎসরিক ৩০ মিলিয়ন ইউরো করে বেতন ধরা হয়েছে সিআর সেভেনের। সঙ্গে আনুষাঙ্গিক সুযোগ সুবিধা তো থাকছেই।

ইতালিয়ান সংবাদ মাধ্যম গ্যাজেত্তে জানাচ্ছে, দ্রুতই রোনালদোর যোগদানের খবর আনুষ্ঠানিকভাবে ফুটবলবিশ্বকে জানিয়ে দেবে জুভেন্টাস।

জুভেন্টাস দেরি করলেও ৪৩৮ ম্যাচে ৪৫১ গোল করে ক্লাব ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়া রোনালদোর প্রতি নিজেদের কৃতজ্ঞতা প্রকাশে দেরি করেনি রিয়াল মাদ্রিদ। ক্লাবটির দেয়া বিবৃতিতেই প্রমাণ হয়ে গেছে সিআর সেভেনের ক্লাব ছাড়ার বিষয়টি, ‘আজকে রিয়াল মাদ্রিদ তাদের সর্বোচ্চ কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় এমন একজন খেলোয়াড়ের জন্য, যিনি রিয়ালের হয়ে খেলে নিজেকে বিশ্বসেরা প্রমাণিত করেছেন।’

‘শুধুমাত্র শিরোপা জয়ই নয়, শিরোপা জয়ের পথে এই নয় বছরে যা করেছেন; ক্রিস্টিয়ানো রোনালদো তার নিবেদন, কাজ, কর্তব্যনিষ্ঠা, প্রতিভা আর উন্নতির জন্য সবার উদাহরণ হয়ে থাকবেন।’

২০০৯ সালে তখনকার ফুটবল বিশ্বের দলবদলের রেকর্ড গড়ে ৯৪ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে নাম লেখান রোনালদো। বার্নাব্যুতে এসে ৯ নম্বর জার্সি দিয়ে শুরু করলেও রাউল গঞ্জালেসের বিদায়ের পর প্রিয় ৭ নাম্বার জার্সিই হয়ে যায় রোনালদোর ট্রেডমার্ক।

রিয়ালের হয়ে ৯ বছরে দুটি লা লিগা, চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ১৫টি শিরোপা জিতেছেন রোনালদো। রিয়ালের আসার আগে নামের পাশে একটি ব্যালন ডি’অর নিয়ে এসেছিলেন। লস ব্লাঙ্কোসদের হয়ে খেলে সংখ্যাটা পাঁচে নিয়ে গেছেন। বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির সঙ্গে তার দ্বৈরথকে পুঁজি করেই জনপ্রিয়তার তুঙ্গে উঠে এসেছিল লা লিগা।

টিআই/ ১১ জুলাই ২০১৮