সিরাজগঞ্জে এলাকাবাসীর পাশে ছাত্রলীগ নেতাকর্মীরা


Sirajganj | Published: 2020-03-23 06:08:42 BdST | Updated: 2024-05-09 07:48:37 BdST

করোনার কারণে যখন সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তখন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৩য় বর্ষে পড়ুয়া সিরাজগঞ্জের একদল ছাত্রলীগ কর্মী তাদের নিজস্ব উদ্যোগে ও অর্থায়নে এলাকাবাসীকে সচেতন করতে স্যানিটাইজার প্রস্তুত করেছে। করোনার এই মহামারীর সময়ে যখন বাজারে হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছে না তখন তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তাদের এলাকার লোকজন।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদ হাসান জানান, তারা ৭ জন বন্ধু মিলে কয়েকশ স্যানিটাইজার তৈরী করেছেন। এসব তারা এলাকায় দিতে চান।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওমর ফারুক বলেন, তারা যথেষ্ট নিরাপত্তার সাথে ও যথাযথ পদ্ধতি অবলম্বন করে স্যানিটাইজার তৈরী করেছেন।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী তানভীর আহমেদ রিফাত জানান তাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। বন্ধুদের এই দলের বাকিরা হলেন আয়েশা সিদ্দিকা, বদরুন্নেছা মহিলা কলেজ, খায়রুল বাশার শাকিল, ঢাকা বিশ্ববিদ্যালয়; মাহবুবুল আলম রিফাত, আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়, আসির ইন্তেসার অয়ন, ইস্টার্ন বিশ্ববিদ্যালয়।