বগুড়ায় হ্যান্ড স্যানিটাইজার নিয়ে মানুষের পাশে ছাত্রলীগ


বগুড়া | Published: 2020-03-25 12:45:16 BdST | Updated: 2024-05-09 04:54:39 BdST

পৃথিবীজুড়ে করোনাভাইরাস সংকট শুরু হওয়ার সাথে সাথে বাংলাদেশে শুরু হয়েছে হ্যান্ড স্যানিটাইজার ও নানান ধরনের সংকট।

সচরাচর পাওয়া যাচ্ছেনা হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক ।

তারই প্রেক্ষাপটে এলাকাবাসীর জন্য নিজেদের উদ্যোগে  হ্যান্ড স্যানিটাইজার বানালেন বগুরা জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের একাংশ।  এ কার্যক্রমে অংশগ্রহণ করেন ঢাবির অমর একুশে হল ছাত্র সংসদের জিএস আহসান হাবীব।

তিনি বলেন, ঔষধ কোম্পানি ও সিন্ডিকেটকে বৃদ্ধা আঙ্গুলী দেখিয়ে নিজেরাই তৈরি করলাম হ্যান্ড স্যানিটাইজার(৬০০ বোতল)। আজ নিজ এলাকা থেকেই শুরু হবে বিতরণ।সার্বিক সহযোগিতায় ছিল বগুড়া জেলা ছাত্রলীগের কর্মী নোমান আল সাব্বির।

এদিকে দেশজুড়ে চলছে ছাত্রলীগের মানবিক এ ধরনের কার্যক্রম।