খাবার হাতে শ্রমজীবী মানুষের পাশে ডাকসু নেতা সৈকত


Dhaka | Published: 2020-03-26 10:08:46 BdST | Updated: 2024-05-08 11:30:20 BdST

প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারিতে পুরো শহর যখন ফাঁকা তখন খেটে খাওয়া দিনমুজুরদের দুমুঠো খাদ্য যোগান দিতে অনেকেই স্বেচ্ছাসেবীশ্রম নিয়ে ছুটে যাচ্ছেন তাদের কাছে। এমনই একজন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য তানভীর হাসান সৈকত।

গত মঙ্গলবার থেকেই তিনি প্রতিদিন ৫০ জন শ্রমজীবী মানুষকে খাদ্য সহযোগীতা করে যাচ্ছেন।

সৈকত বলেন, দেশের এ ক্রান্তিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং একজন ছাত্রনেতা হিসেবে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো আমি কর্তব্য মনে করছি। কেউ যদি এটিকে শো-অফ মনে করে করুক। দেশের এই ক্লান্তিতে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি।

তিনি বলেন, দয়াকরে শো-অফের জন্য হলেও মানুষের পাশে দাঁড়ান, তা নাহলে এই মানুষগুলো না খেয়ে মারা যাবে। এদের জীবনেরও মূল্য আছে।

খাদ্য সহযোগিতার যোগান নিয়ে সৈকত বলেন, আমার বন্ধুরা, দুই একটি সংগঠন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাফরাসহ অনেকেই আমাকে এ কাজে সহযোগিতা করছে। সবার সহযোগিতা নিয়েই আমি এ কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

সৈকত আরও বলেন, এমন দুর্দিন যতদিন থাকবে এবং মানুষের সহযোগিতা পাবো ততদিন মানুষের পাশে থাকতে চাই।