চীনে ভূমিকম্পে ৫ জন নিহত


বিশ্ব টাইমস | Published: 2017-08-09 17:33:30 BdST | Updated: 2024-05-13 20:27:29 BdST

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে ৫ জন নিহত হয়েছেন।

তবে সরকার দাবি করেছে, নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যেতে পারে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাত ৯ টা ২০ মিনিটে এই ভূমিকম্প হয়।

বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ৬০ জন আহত হয়েছে যাদের মধ্যে ৩০ জনের অবস্থা গুরুতর। দেশটির দুর্যোগ হ্রাস সংক্রান্ত জাতীয় কমিশন জানিয়েছে, জনসংখ্যা অধুষ্যিত হওয়ায় নিহতের সংখ্যা ১০০ ছাড়াতে পারে। ১ লাখ ৩০ হাজার বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হতে পারে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, প্রদেশের রাজধানী চেংডু থেকে ২৮৪ কিলোমিটার উত্তরে ছিল ভূমিকম্পের উত্পত্তিস্থল যার গভীরতা ছিল ১০ কিলোমিটার। যে এলাকায় ভূমিকম্প হয়েছে সেই ঝিয়োঝাইগো কাউন্টি একটি জনপ্রিয় পর্যটন এলাকা। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এমজে/ ০৯ আগস্ট ২০১৭