উত্তপ্ত ভারতের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়, আহত অসংখ্য শিক্ষার্থী


Delhi, India | Published: 2019-12-16 19:03:40 BdST | Updated: 2024-07-05 23:41:40 BdST

নাগরিক সংশোধনী বিল নিয়ে ইন্ডিয়ার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় উত্তাল হয়ে পড়েছে। রাজ্যে রাজ্যে দেখা গিয়েছে ছাত্রজনতার বিদ্রোহ।

পুলিশের সঙ্গে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষ বিশ্ববিদ্যালয়টি জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয়টি।

এদিকে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের বেধড়ক পিটিয়েছে পুলিশ। আটক করেছে ৫০ শিক্ষার্থীকে। তবে তীব্র আন্দোলনের মুখে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ।

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উত্তাল গোটা দেশ৷ বিভিন্ন জায়গায় শুরু হয়েছে প্রতিবাদ বিক্ষোভ৷ দিল্লিতে ব্যাপক প্রতিবাদ শুরু হয় জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে৷ পড়ুয়ারা বিক্ষোভে সামিল হন৷ যা সামলাতে রীতিমত নাজেহাল হয় পুলিশ৷ গতকাল জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল যে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে রবিবার প্রতিবাদ চালাবেন ছাত্রছাত্রীরা৷ সেই মতো আজ দিনভর চলল বিক্ষোভ কর্মসূচী৷ যাতে যোগ দেন প্রায় ২হাজার পড়ুয়া৷

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়

সেই মিছিল আটকায় পুলিশ৷ সেই থেকেই শুরু হয় গোলমাল৷ কর্মসূচী থামাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পড়ুয়াদের৷ ব্যারিকেড ভাঙতে গেলে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ৷ পরিস্থিতি মোকাবিলায় কাঁদানে গ্যাসও ছোড়ে পুলিশ, এমন অভিযোগ করছেন পড়ুয়ারা৷ তাদরে দাবি যে পুলিশের ভূমিকায় আরও উত্তপ্ত হয়েছে পরিস্থিতি৷ যদিও পুলিশের দাবি যে বিক্ষোভকারীরাই তাদের উদ্দেশ্য করে ইট ছোঁড়ে৷

পুলিশের অমানবিক হামলার প্রতিবাদে রাত একটার দিকে দিল্লিতে পুলিশের হেড কোয়ার্টার ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা। জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডাকে বিক্ষোভ করে সাধারণ ছাত্র জনতা।

ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার থেকে দেশটির বিভিন্ন রাজ্যে নাগরিক সংশোধনী বিল বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হয়েছে।

জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় , যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, জামিয়া মিল্লিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় , আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয় ও কাশ্মীর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন দেখা গিয়েছে।

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা পুলিশের পক্ষ থেকে।

গতকাল পুলিশের গুলিতে আসামে নিহত হয়েছে পাঁচজন।

রাজ্যে রাজ্যে ছাত্র জনতার সাথে সংঘর্ষ হয়েছে পুলিশের। আহত হয়েছে বেশ সংখ্যক ছাত্র জনতা ভারতীয় সংবাদমাধ্যমের খবর।

অন্যদিকে বাংলাদেশ দূতাবাসের গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ফলে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।