ময়মনসিংহ রেললাইন অবরোধ করেছেন বাকৃবি শিক্ষার্থীরা


Desk report | Published: 2024-07-04 16:42:57 BdST | Updated: 2024-07-07 13:23:50 BdST

কোটা ইস্যুতে আবারও ঢাকা-ময়মনসিংহ রেললাইন অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় সংলগ্ন এলাকায় শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেন। এসময় ঢাকা থেকে জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি আটকে দেন তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেনটি ছেড়ে যায়নি। অবরোধ চলাকালীন ‘আপিল বিভাগের টালবাহানা, মানি না মানবো না’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে জব্বারের মোড় এলাকা।

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট। সেই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অনুষ্ঠিত হয়নি। ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের সিদ্ধান্ত আপাতত বহাল থাকছে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আবারও ঢাকা-ময়মনসিংহ রেললাইন অবরোধ করেছেন বাকৃবি শিক্ষার্থীরা।

আন্দোলনরত বাকৃবির পঞ্চম বর্ষের শিক্ষার্থী রাকিব হোসেন বলেন, ‘আপিল বিভাগের শুনানি পেছানোর কারণে কোটা বহাল থেকেই যাচ্ছে। এতে আমরা সাধারণ শিক্ষার্থীরা তীব্র ভোগান্তিতে পড়েছি। চাকরির সার্কুলার দেওয়া হলে তখনো এই কোটায় নিয়োগ বহাল থেকে যাবে। আপিল বিভাগের নানা টালবাহানায় শুনানি যেভাবে পেছানো হচ্ছে, আমরা তার ধিক্কার জানাই।’

তিনি বলেন, ‘কোটার বিরুদ্ধে আমরা ছাত্রসমাজ এক হয়েছি। যতদিন আমাদের দাবি আদায় না হবে ততদিন আন্দোলন চলবে।’

এর আগে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তন সংলগ্ন মুক্তমঞ্চের সামনে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাকৃবির কে আর মার্কেটসহ গুরুত্বপূর্ণ সড়ক ও ভবন ঘুরে জব্বারের মোড়ে গিয়ে শেষ হয়। এরপরই রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা।