বিশ্বের প্রথম দেশ হিসেবে নতুন বছরকে স্বাগত জানালো নিউজিল্যান্ড


Dhaka | Published: 2020-01-01 10:57:23 BdST | Updated: 2024-07-05 23:45:05 BdST

নানা আয়োজনের মাধ্যমে নতুন বছর বরণ করে নিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। এ উপলক্ষে দেশে দেশে চলছে নানা আয়োজন।

বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় বিশ্বের প্রথম দেশ হিসেবে নতুন বছরকে স্বাগত জানায় নিউজিল্যান্ড। এ উপলক্ষে অকল্যাণ্ডের স্কাই টাওয়ারে আয়োজন করা হয় আতশবাজির প্রদর্শনীর। পোড়ানো হয় প্রায় ৪শ' ৫৩ কেজি আতশবাজি। মনমুগ্ধকর এ দৃশ্য দেখতে জড়ো হন বহু মানুষ। 

এছাড়াও নতুন বছর উপলক্ষে সিডনিতে বর্ণিল আতশবাজির প্রদর্শন করা হয়। বর্ণাঢ্য এ আয়োজন উপভোগ করেন হাজার হাজার মানুষ। অস্ট্রেলিয়া ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকেও সিডনিতে জড়ো হন বহু মানুষ। এসময় আতশবাজির চোখ ধাঁধানো আলোয় রঙিন হয়ে ওঠে সিডনির আকাশ।