তৃতীয় লিঙ্গের মানুষের জন্য বিশ্ববিদ্যালয় হচ্ছে ভারতে


Dhaka | Published: 2020-01-03 09:08:17 BdST | Updated: 2024-07-05 23:09:47 BdST

ভারতে সর্ব প্রথম হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষের জন্য একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হচ্ছে। এখানে তারা প্রথম শ্রেণি থেকে স্নাতকোত্তর পর্যন্ত নির্বিঘ্নে পড়াশুনার সুযোগ পাবে। এছাড়াও তারা এখান থেকে ডক্টরাল ডিগ্রীও অর্জন করতে পারবে। উত্তর প্রদেশের কুশিনগর জেলায় এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হবে।

গত ২৩ ডিসেম্বর, সোমবার বিশ্ববিদ্যালয়টির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। ‘অখিল ভারতীয় কিন্নার শিক্ষা সেবা ট্রাস্ট’ (অল-ইন্ডিয়া ট্রান্সজেন্ডার এডুকেশন সার্ভিস ট্রাস্ট) এই বিশ্ববিদ্যায়লটির প্রতিষ্ঠাতা। ভারতের সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া এমন খবর প্রকাশ করে।

এ বিষয়ে ট্রাস্টটির প্রেসিডেন্ট কৃষ্ণা মোহন মিশ্রা বলেন, ‘দেশে এই ধরনের বিশ্ববিদ্যালয় এটাই প্রথম, যেটা শুধুমাত্র তৃতীয় লিঙ্গদের জন্য। আমরা এর মধ্যেই প্রথম শ্রেণিতে ভর্তি করার জন্য দু’জন শিশুকে পেয়েছি। আগামী বছরের জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে ভর্তি কার্যক্রম শুরু হবে আর ক্লাস চালু হবে ফেব্রুয়ারী বা মার্চ থেকে। স্থায়ী ক্যাম্পাসটির নিমার্ণ কাজ শেষ না হওয়া পর্যন্ত অস্থায়ী ভবনে কার্যক্রম পরিচালনা করা হবে। এখানে তৃতীয় নিঙ্গের মানুষরা প্রথম শ্রেণি হতে পিএইচডি পর্যন্ত পড়াশুনা করতে পারবে।’

বিশ্ববিদ্যালয়টির ভিত্তি প্রস্থর স্থাপন করেন কুশিনগরের সংসদ সদস্য রামপতি রাম ত্রিপাঠি। তিনি বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়টি তৃতীয় লিঙ্গের মানুষকে সমাজের মূল স্রোতে নিয়ে আসতে সহায়তা করবে।’

এ বিষয়ে স্থানীয় বিধায়ক গঙ্গা সিং কুশওয়াহা বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে পাস করার পর তৃতীয় লিঙ্গের মানুষরা দেশকে নতুন দিকনির্দেশনা দিতে সক্ষম হবেন।’

এমন উদ্যোগ গ্রহণ করায় দেশটির তৃতীয় লিঙ্গ সম্প্রদায় অত্যান্ত গর্বিত।