যুদ্ধ শুরু নয়, থামাতেই সোলাইমানিকে হত্যা: ট্রাম্প


Dhaka | Published: 2020-01-05 05:53:00 BdST | Updated: 2024-07-06 01:00:42 BdST

ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করতে নয় বরং তা থেকে নিস্তার পেতেই কমান্ডার কাসেম সোলাইমানিকে মিসাইল ছুড়ে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে সোলাইমানির ‘সন্ত্রাসবাদের যুগের’ সমাপ্তি হলো বলেও দাবি করেন তিনি।

ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এসব কথা বলেন। শনিবার (৪ জানুয়ারি) সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য দেওয়া হয়।

ট্রাম্প বলেন, মার্কিন সেনারা নির্ভুল হামলা চালিয়ে পৃথিবীর এক নম্বর সন্ত্রাসী কাসেম সোলাইমানিকে হত্যা করেছে।

তিনি আরও জানান, সে নারকীয় আক্রমণ চালিয়ে মার্কিন কূটনৈতিক ও সেনাদের হত্যার ছক কষছিল। আমরা তার পরিকল্পনা ভণ্ডুল ও তাকে হত্যা করতে সক্ষম হই।

প্রসঙ্গত, শুক্রবার বাগদাদের এয়ারপোর্ট এলাকায় ড্রোন থেকে গাড়িতে মিসাইল হামলা চালিয়ে কাসেম সোলাইমানি, ইরাকি মিলিশিয়া কমান্ডার আবু মাহাদি আল-মুহান্দিসসহ অন্তত ৮ জনকে হত্যা করা হয়। মার্কিন সামরিক সদর দফতর পেন্টাগন জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে এই মিশন পরিচালিত হয়েছে।

ইরানের রেভল্যুশনারি গার্ডের কুদস্ ফোর্স কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির মৃত্যুতে বিক্ষোভে উত্তাল হয়েছে ইরানের রাজপথ। ইরানের জনগণ কাসেম সোলাইমানিকে শহিদ আখ্যা দিয়েছেন। তারা হত্যার প্রতিশোধ দাবি করছেন।

রামেজান শরীফ নামে রেভল্যুশনারি গার্ডসের এক মুখপাত্র বলেন, ইসরায়েল ও আমেরিকার এই উল্লাস খুব বেশিদিন রইবে না।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হুঁশিয়ারি জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে কড়া প্রতিশোধের মুখে পড়তে হবে।

এই ঘটনায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কাসেম সোলাইমানিকে হত্যার মতো এমন ‘হঠকারী’ সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে। এছাড়া চীন বলেছে, যেকোনো আন্তর্জাতিক সম্পর্কে বলপ্রয়োগের বিরোধিতা করছে তারা।

মার্কিন বাহিনীর ড্রোন হামলা বিষয়ে ইরাকি প্রধানমন্ত্রী মাহদি বলেন, এই আগ্রাসনে যুদ্ধের সূত্রপাত হতে পারে। ইরাকের মিলিটারি কমান্ডারকে হত্যা করা রাষ্ট্র-ব্যবস্থাপনা, সরকার ও ইরাকের জনগণের ওপর হামলার শামিল।

ইরানের পাল্টা হামলার আশঙ্কায় বাগদাদের মার্কিন দূতাবাস অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরাক থেকে অন্যত্র সরে যেতে নির্দেশ দিয়েছে।