মেক্সিকোতে শিক্ষককে গুলি করে স্কুলছাত্রের আত্মহত্যা


ঢাকা | Published: 2020-01-11 21:34:04 BdST | Updated: 2024-07-06 00:39:35 BdST

ল্যাটিন আমেরিকার দেশ মেক্সিকোর উত্তরাঞ্চলে একটি স্কুলে ১১ বছরের এক ছাত্র শিক্ষককে গুলি করে হত্যা করে আত্মহত্যা করেছে। এ সময় ওই ছাত্রের এলোপাতাড়ি গুলিতে শিক্ষক ও ছাত্রছাত্রীসহ কমপক্ষে আরও অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন। খবর বিবিসির।

দেশটির কোয়াহুইলা রাজ্যের তরেয়ন শহরে কলেজিও সেরভানটেস নামে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টায় এ গোলাগুলির ঘটনা ঘটে। তবে কী কারণে ওই ছাত্র এ কাজ করলো তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

মেক্সিকোতে হানাহানির ঘটনা নিত্যনৈমিত্তিক হলেও স্কুলে এ ধরণের গোলাগুলির ঘটনা খুবই বিরল। দেশটির টিভি চ্যানেল মিলেনিওকে দেয়া এক সাক্ষাৎকারে শহরটির মেয়র জর্জ জার্মেনো বলেন, ছাত্রটি অত্যন্ত মেধাবী ও শান্ত স্বভাবের ছিল। সে তার দাদির সঙ্গে থাকতো। হঠাৎ করে তার এ আচরণ কারো বোধগম্য নয়। তার বাবা-মাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

তিনি আরো বলেন, ওই ছাত্র শুক্রবার কোথাও থেকে দুটি বন্দুক নিয়ে এসে স্কুলে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে।