করোনার নতুন কেন্দ্র হতে পারে যুক্তরাষ্ট্র: ডব্লিউএইচও


টাইমস ডেস্ক | Published: 2020-03-26 00:15:45 BdST | Updated: 2024-09-29 06:12:17 BdST

ইউরোপের পর যুক্তরাষ্ট্র নভেল করোনাভাইরাস বিস্তারের নতুন কেন্দ্র হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মঙ্গলবার সংস্থাটি জানিয়েছে, দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে।

জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ড ওমিটার এর তথ্য অনুসারে, এ পর্যন্ত বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৮২৯ জন। আর করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে মারা গেছেন ১৮ হাজার ৯০৭ জন। আক্রান্ত হয়েছেন চার লাখের বেশি মানুষ।

করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ১৯৬টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

ডব্লিউএইচও মুখপাত্র মার্গারেট হ্যারিস বলছেন, যুক্তরাষ্ট্রে আমরা আক্রান্তের সংখ্যা দ্রুতগতিতে বাড়তে দেখছি। এ থেকে আশঙ্কা করা যায় যুক্তরাষ্ট্র এ ভাইরাস বিস্তারের নতুন কেন্দ্র হয়ে উঠতে পারে।

যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৫৪ হাজার ৮৬৭ জন। এর মধ্যে ৭৮২ জনের মৃত্যু হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় মাস্ক ও ভেন্টিলেটর সঙ্কটে পড়তে হচ্ছে বলে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার এক টুইটে বলেছেন। তিনি বলেন, আমরা সাধ্যমত চেষ্টা করছি। কিন্তু কাজটা অত সহজ নয়।

টিআর/ ২৫ মার্চ ২০২০