প্লাস্টিক দূষণ রোধে বৈশ্বিক চুক্তির ওপর জোর


ঢাকা | Published: 2024-06-04 22:28:14 BdST | Updated: 2024-12-10 05:29:39 BdST

রাসেল আহমেদ হৃদয়:

প্লাস্টিক দূষণের ৮০ শতাংশই হচ্ছে উজানের দেশ থেকে আসা প্লাস্টিক বর্জ্যের মাধ্যমে। নিম্ন স্রোতধারার দেশ হিসেবে প্রতিবেশীদেশগুলো থেকে প্লাস্টিক চলে আসছে, যা নদীযোগে ছড়িয়ে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। এসব প্লাস্টিক থেকে প্রচুর কেমিক্যালপরিবেশে ছড়াচ্ছে, যা ফসলের ক্ষেত থেকে শুরু করে মানুষের খাবারের প্লেটেও পৌঁছে যাচ্ছে। তবে প্লাস্টিক দূষণের অবসানেবৈশ্বিক চুক্তির ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।

কানাডার রাজধানী অটোয়াতে জাতিসংঘের পরিবেশ কর্মসূচির আইএনসি- (চতুর্থ অধিবেশন) অধিবেশনে প্লাস্টিক দূষণেরবিষয়ে মতামত দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ।গত ২৩ এপ্রিল স্থানীয় সময় সকালে অটোয়ার শো সেন্টারে আইএনসি- শুরুহয়েছে, যা চলে ২৯ এপ্রিল পর্যন্ত।

অধিবেশনের লক্ষ্য ছিল চুক্তির বিষয়ে আলোচনার অগ্রগতি করা, যাতে এটি পরবর্তী অধিবেশনে চূড়ান্ত করা যেতে পারে।চলতি বছরের ২৫ নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত দক্ষিণ কোরিয়ার বুসানে আইএনসি- (পঞ্চম অধিবেশন) হবে। এরপরএকটি কূটনৈতিক সম্মেলন হবে, যেখানে রাষ্ট্রপ্রধানরা চুক্তিতে স্বাক্ষর করবেন।

জাতিসংঘের পরিবেশ কর্মসূচির নির্বাহী পরিচালক ইংগার অ্যান্ডারসেন বলেন, আমরা যা অর্জন করেছি তার জন্য গর্বিত হতেপারি। কিন্তু একটি কাজ অর্ধেক সম্পন্ন, একটি কাজ করা হয় না। আমি শক্তি, প্রতিশ্রুতি, সহযোগিতা এবং উচ্চাকাঙ্ক্ষাদেখানোর জন্য আইএনসি- এর কাছে অনুরোধ করছি। উন্নতির জন্য এবং আইএনসি- এর জন্য একটি বিষয় চূড়ান্ত করারজন্য মঞ্চ তৈরি করুন, যা একবার এবং সর্বদা প্লাস্টিক দূষণকে শেষ করবে।

তিনি বলেন, আমরা এখানে এই আলোচনার অগ্রগতি এবং একটি চুক্তি দেওয়ার চেষ্টা করছি। কারণ সম্মিলিতভাবে আমরাস্বীকার করেছি যে বহুপাক্ষিক সহযোগিতা একটি নতুন আইনগতভাবে বাধ্যতামূলক আন্তর্জাতিক উপকরণ প্লাস্টিক বন্ধ করারজন্য প্রয়োজনীয় কার্যকর সমাধান দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আমেরিকান কেমিক্যাল সোসাইটির এসিএস পাবলিকেশনসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সামুদ্রিক প্লাস্টিকেরধ্বংসাবশেষের একটি উল্লেখযোগ্য অংশ ভূমিভিত্তিক উৎস থেকে উদ্ভুত হয় এবং নদীগুলো প্লাস্টিকের ধ্বংসাবশেষের জন্য একটিপ্রধান পরিবহন পথ হিসেবে কাজ করে। বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি নদী সমুদ্রে বৈশ্বিক প্লাস্টিকের ৮৮ থেকে ৯৫ শতাংশপরিবহন করে।

আইএনসির চেয়ার লুইস ভায়াস ভালদিভিয়েসো বলেন, আসুন আমরা জবাবদিহিতা সততার সঙ্গে আলোচনা করি। প্লাস্টিকদূষণ বন্ধ করা জরুরি। এবং সেটি বৈজ্ঞানিক প্রমাণ তথ্যের ভিত্তিতে। আসুন আমরা আশাবাদের সঙ্গে এই কাজটির কাছেওযাই। এই নতুন চুক্তিটি অর্জন করা আমাদের পক্ষে প্রয়োজনীয় এবং সম্ভবও।

কানাডার পরিবেশ জলবায়ু পরিবর্তন মন্ত্রী স্টিভেন গুইলবল্ট বলেন, চলতি বছরের শেষ নাগাদ প্লাস্টিক দূষণের বিষয়ে একটিবৈশ্বিক চুক্তিতে সম্মত হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেটি পরিবেশগত সিদ্ধান্তগুলোর একটিকে চিহ্নিত করবে এবং এটি হবে প্লাস্টিকদূষণের অবসানের লক্ষ্যে বিশ্বকে একত্রিত করার প্রথম চুক্তি।

তিনি বলেন, কানাডা বাড়িতে প্লাস্টিক দূষণের জোয়ার রোধ করার জন্য বেশ কয়েকটি ব্যবস্থা রেখেছে এবং আমরা আমাদেরউচ্চাকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি বৈশ্বিক চুক্তির গতি বজায় রাখতে আগ্রহী। আমরা এই ঐক্যবদ্ধ লক্ষ্য অর্জনের জন্যপ্রয়োজনীয় উচ্চাভিলাষী কাজ চালিয়ে যেতে এই অধিবেশনে অটোয়াতে বিশ্বের প্রতিনিধি, অংশীদার স্টেকহোল্ডারদের স্বাগতজানাই।