কর্মহীন প্রবাসীদের পাশে বাংলাদেশী উদ্যোক্তারা


admin | Published: 2020-04-09 05:36:43 BdST | Updated: 2024-09-29 06:17:56 BdST

বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির ভয়াবহতার কারণে বিপাকে পড়েছেন প্রবাসী শ্রমিকরা। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের অনেক এলাকা লকডাউন ঘোষণা করায় দেশটিতে অনেক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। এতে করে তারা খাদ্য সংকটসহ নানা সমস্যায় ভুগছেন। এমন পরিস্থিতিতে তাদের পাশে এগিয়ে এসেছ বাংলাদেশ বিজনেস ফোরাম ও লক্ষ্মীপুর ফোরাম ইউএই।

সংস্থা দু'টি যৌথ উদ্যোগে বিপাকে পড়া প্রবাসীদের খাদ্যসামগ্রী সরবরাহ করে আসছে। দেশটির আজমান প্রদেশে অবস্থানরত বাংলাদেশী শ্রমিক ও কর্মহীন প্রবাসীদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বুধবার তৃতীয় দফায় প্রায় দেড় শতাধিক কর্মহীন ব্যক্তি ও বিপাকগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ বিজনেস ফোরাম, আজমান'র প্রধান সমন্বয়ক ও লক্ষ্মীপুর ফোরাম ইউএই'র সভাপতি কামাল হোসাইন সুমনের পরিচালনায় তৃতীয় দফা খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আল মাদাম শাখার প্রধান উপদেষ্টা এস.এম ইদ্রিস ও বাংলাদেশ বিজনেস ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। সংস্থা দুটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিতি ছিলেন মিহির ব্রাগনোরা, রাসেল বাবু এটিএম শরীফ, জামান আহমেদ, হুমায়ুন রশিদ রেজা ও সালাউদ্দিন মিঠু।

এতে বাংলাদেশ বিজনেস ফোরামের প্রধান সমন্বয়ক ও লক্ষ্মীপুর ফোরাম ইউএই'র সভাপতি কামাল হোসাইন সুমন বলেন, 'সারাবিশ্ব এখন দুঃসময় অতিক্রম করছে। মানুষজন কর্মহীন হয়ে অনাহারে দিন কাটাচ্ছেন। আমরা আমাদের সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা থেকে প্রবাসী বন্ধু ও সহযোদ্ধাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের এপ্রচেষ্টা করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।'

এ সময় করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রবাসীদের খাদ্যসহ যেকোনো সংকটে পাশে থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিজনেস ফোরাম ও লক্ষ্মীপুর ফোরাম ইউএই। সমস্যার কথা জানাতে নিচের নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে- ০৫৫ ৪৪২ ৩৭৪২ ও ০৫৫ ৭৭১ ১৩৭০।