আরও কয়েক রাজ্যের লকডাউন শিথিল করছেন ট্রাম্প


টাইমস ডেস্ক | Published: 2020-04-27 22:33:55 BdST | Updated: 2024-09-29 04:55:18 BdST
মহামারি করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর মাঝেই আরও কয়েকটি রাজ্যে লকডাউন শিথিল করতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রাজ্যগুলোর অর্থনীতি পুনরায় চালু করার বিষয়ে গভর্নরদের দিকনির্দেশনা দিয়েছেন তিনি। যদিও দেশটির স্বাস্থ্য বিভাগের বিশেষজ্ঞরা বলছেন, এ অবস্থায় লকডাউন শিথিল করা হবে একটি আত্মাঘাতী সিদ্ধান্ত।

নতুন করে কলোরাডো, মিসিসিপি, মেনিসোটা, মনটানা, ও টেনেসি রাজ্যর লকডাউন শিথিল করা হচ্ছে। তবে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে সবাইকে।

এর আগে পরীক্ষামূলকভাবে জর্জিয়া, জর্জিয়া, ওকলোহামা, আলাসকা ও সাউথ ক্যারোলিনা রাজ্যের লকডাউন শিথিল করা হয়। রাজ্যগুলোতে লকডাউন ঘোষণার একমাস পর সেখানকার অর্থনৈতিক খাতগুলো খুলে দেয়া হয়।

দেশটিতে বেকারত্বের হার ১৬ শতাংশ ছাড়িয়ে যাওয়ায় অর্থনীতি সচল রাখতে আরও কয়েকটি রাজ্যে বাণিজ্যিক কর্মকাণ্ড চালু করার পরিকল্পনা করছেন ডোনাল্ড ট্রাম্প।

এরই মধ্যে দেশটিতে করোনা ভাইরাসে ৫৫ হাজার ৪১৫ জনের মৃত্যু হয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত আর মৃতের সংখ্যা।