ট্রাম্পের দাবির সপক্ষে বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই: ডা. ফাউচি


টাইমস ডেস্ক | Published: 2020-05-05 20:40:06 BdST | Updated: 2024-06-26 18:41:54 BdST

‘চীনের ল্যাবরেটরিতে করোনাভাইরাসের উৎপত্তি হয়েছে’- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি নাকচ করে দিয়েছেন খোদ মার্কিন বিজ্ঞানী ডা. অ্যান্থনি ফাউচি।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের পরিচালক এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বিশেষজ্ঞ বলেছেন, করোনাভাইরাস চীনের ল্যাবরেটরি থেকে ছড়িয়েছে, এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।

ন্যাশনাল জিওগ্রাফিককে দেয়া এক সাক্ষাৎকারে সোমবার তিনি এ কথা বলেন।

করোনার ভ্যাকসিন উদ্ভাবন নিয়ে কাজ করা ডা. ফাউচি দাবি করেন, ভাইরাসটি বনাঞ্চল থেকে গবেষণাগারে আনা হয়েছে কিংবা গবেষণাগার থেকে উহানে ছড়িয়ে পড়েছে এমন কোনো প্রমাণও মেলেনি।

তিনি বলেন, বাদুড় কিংবা অন্য কিছুর মধ্যে কোভিড-১৯ ভাইরাসের বিবর্তনের দিকটা খেয়াল করলেই বোঝা সহজ হবে যে, কেন এটিকে কৃত্রিমভাবে বানানো সম্ভব নয়। সেই পর্যায়ক্রমিক বিবর্তনসূত্র থেকেই শক্তভাবে প্রমাণিত হয় যে করোনাভাইরাস প্রকৃতি থেকেই প্রাণীদেহে এসেছে।

উহান শহরের একটি ভাইরোলজি গবেষণাগার থেকে করোনাভাইরাসের সৃষ্টি হয়েছে বলে ধারাবাহিকভাবে অভিযোগ করে আসছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অন্যান্য মার্কিন নেতারা। সোমবার ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী পম্পেও দাবি করেছেন, চীনের ল্যাব থেকেই করোনার উৎপত্তি।

চীনসহ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের বেশিরভাগই তা অস্বীকার করে আসছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই দাবি নাকচ করে দিয়েছে। এবার স্বনামধন্য বিজ্ঞানী ড. ফাউচিও সেই তালিকায় যুক্ত হলেন।