পাওয়া গেলো করোনায় জীবন রক্ষাকারী প্রথম ওষুধ: বিবিসি


Dhaka | Published: 2020-06-17 02:46:00 BdST | Updated: 2024-06-17 00:20:13 BdST

সস্তা ও ব্যাপকভাবে সহজলভ্য ওষুধ ডেক্সামেথাসোন (Dexamethasone) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ ব্যক্তিদের জীবন বাঁচাতে পারে বলে যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা দাবি করেছেন। যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা বলছেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে কম ডোজের স্টেরয়েড ট্রিটমেন্ট যুগান্তকারী সাফল্য।

মঙ্গলবার (১৬ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভেন্টিলেটর সাপোর্টে থাকা রোগীদের ক্ষেত্রে এই ওষুধ তিন শতাংশের এক শতাংশের মৃত্যুর ঝুঁকি কমায় এবং যারা অক্সিজেন সাপোর্টে আছেন তাদের ক্ষেত্রে এটি মৃত্যুর ঝুঁকি কমায় পাঁচ শতাংশের এক শতাংশ। 

ডেক্সামেথাসোনকে (Dexamethasone) করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রথম জীবন রক্ষাকারী ওষুধ হিসেবে বলছেন বিশেষজ্ঞরা।