সৌদিতে প্রথম নারী ডেপুটি স্পিকার নিয়োগ


Dhaka | Published: 2020-10-20 19:16:45 BdST | Updated: 2024-05-10 04:37:56 BdST

রাজতন্ত্রের উপদেষ্টা পরিষদ শূরা কাউন্সিল, সুপ্রিম কোর্ট ও শীর্ষ ধর্মীয় পরিষদে রদবদল করে গত রবিবার সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ বেশ কয়েকটি আদেশ জারি করেছেন বলে জানিয়েছে রয়টার্স। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানাচ্ছে, বাদশাহ সালমান এসব আদেশে শূরা কাউন্সিলের নতুন একজন স্পিকার ছাড়াও আরও দুজন ডেপুটি স্পিকার নিয়োগ দিয়েছেন। এর মধ্যে একজন ডেপুটি স্পিকার হলেন নারী। তার নাম ড. হানান বিনতে আবদুল রাহিম আল আহমদি।

ব্যক্তিপর্যায়ে তিনি রিয়াদ ইকোনমিক ফোরামের একজন সদস্য এবং স্বাস্থ্য প্রশাসনবিষয়ক অধ্যাপক। কিং সৌদ বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্বাস্থ্য ব্যবস্থাপনায় মাস্টার্স করেছেন। ২০১৪ সালে তিনি সৌদি আরবের প্রথম নারী হিসেবে শূরা কাউন্সিলের সদস্য নির্বাচিত হন।

সৌদি আরবের প্রভাবশালী এই পরিষদের বর্তমান সদস্যদের মেয়াদ আগামী সপ্তাহে শেষ হওয়ার কথা। তার আগেই গুরুত্বপূর্ণ পদগুলোতে রদবদল করে আদেশ জারি করলেন সৌদি রাজতন্ত্রের প্রধান বাদশাহ সালমান।

কাউন্সিল অব সিনিয়র স্কলারসে সংস্কার এনে তার প্রধানের দায়িত্ব গ্রান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল-শেখকে দিয়েছেন বাদশাহ। সুপ্রিম কোর্টের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন খালেদ বিন আবদুল্লাহ আল-লুহাইদান।

এ ছাড়া সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ রবিবার আরও একটি আদেশ জারি করে রাজকীয় আদালত বা রয়্যাল কোর্টের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে ঘায়হাব মোহাম্মদ আল ঘায়হাবকে নিয়োগ দিয়েছেন।