হাতের লেখা পড়া যায় না বলে ল্যাপটপে পরীক্ষা!


ইত্তেফাক অনলাইন | Published: 2017-09-13 16:28:07 BdST | Updated: 2025-05-26 05:10:18 BdST

ব্রিটেনের ঐতিহ্যবাহী ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, লিখিত পরীক্ষার খাতায় ছাত্রদের হাতের লেখা পড়া যায় না। তাই তারা হাতে লেখার পরিবর্তে ল্যাপটপে উত্তর লেখার নির্দেশিকা দেয়ার কথা ভাবছেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অভিমত, ক্রমাগত ল্যাপটপ, আইপ্যাড ও স্মার্টফোন নির্ভর হয়ে পড়ায় ছাত্রদের হাতের লেখা বোঝার অগম্য হয়ে পড়ছে। শিক্ষার্থীরা কাগজের পরিবর্তে অধ্যাপকদের লেকচারের নোট নিচ্ছে ল্যাপটপে।

পরীক্ষা ছাড়া তারা এখন আর কিছুই হাতে লেখে না বললেই চলে। ফলে আটশো বছর পুরনো হাতে লেখার পদ্ধতি এবার বাতিল করার সময় হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক বলেন, শিক্ষক হিসেবে আমরা ছাত্রছাত্রীদের হাতের লেখা নিয়ে বিব্রত। পরীক্ষার উত্তরপত্র পড়াই এখন অসাধ্য হয়ে উঠছে। মনে হয় ভবিষ্যতে এই হাতের লেখার বিষয়টাই একটা নস্টালজিয়ার মতো বিষয় হয়ে যাবে। তবে এ নিয়ে বিশ্ববিদ্যালয় এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। দ্য গার্ডিয়ান।

বিজ্ঞাপন

টিআর/ ১৩ সেপ্টেম্বর ২০১৭