হুতিদের ক্ষেপণাস্ত্রে ক্ষতিগ্রস্ত ইসরায়েলের প্রধান বিমানবন্দর


ডেস্ক নিউজ | Published: 2025-05-04 18:44:53 BdST | Updated: 2025-05-29 05:48:29 BdST

ইয়েমেনের হুতি সশস্ত্র গোষ্ঠীর ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানায় বিস্ফোরিত হয়েছে। স্থানীয় সময় আজ রোববার এই হামলা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার বরাতে জানা গেছে, ক্ষেপণাস্ত্রটি বিমানবন্দরের একটি সংযোগ সড়কে আঘাত হানে। এতে একটি গাড়ি ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয় এবং কিছু সময়ের জন্য বিমান চলাচল বন্ধ হয়ে যায়।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি আটকাতে তারা কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হয়। ঘটনার তদন্ত চলছে বলে তারা জানিয়েছে। স্থানীয় চিকিৎসাসেবাকর্মীদের বরাত দিয়ে বলা হয়েছে, হামলায় অন্তত আটজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

হুতি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। তারা জানায়, গাজায় ইসরায়েলের হামলা ও অবরোধের প্রতিবাদেই তারা এই পদক্ষেপ নিয়েছে। হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, বেন গুরিয়ন বিমানবন্দর এখন আর নিরাপদ নয়, এবং বিমান সংস্থাগুলোকে এ ব্যাপারে সতর্ক থাকা উচিত।

এই ঘটনার পর সাময়িকভাবে বিমানবন্দরের ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয়। অনেক ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়, সব প্রবেশপথও সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এমনকি বিমানবন্দরে যাওয়ার ট্রেন চলাচলও স্থগিত করা হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানায়, রাজধানী এলাকার অনেক বাসিন্দা সাইরেন শুনে আশ্রয়কেন্দ্রে চলে যায়। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণে আশপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে–ছিটিয়ে পড়ে আছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা ইসরায়েল আক্রমণ করবে, তাদের সাতগুণ জবাব দেওয়া হবে। তিনি তাওরাতের একটি উক্তির প্রতি ইঙ্গিত করে এই মন্তব্য করেন।

বিজ্ঞাপন

ইসরায়েল রেসিলিয়েন্স পার্টির নেতা বেনি গান্তজ এ হামলার জন্য ইরানকে দায়ী করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, ইরানই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে এবং এর জবাব তাদের পেতেই হবে। তবে তিনি এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ হাজির করেননি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রতিদিনই ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে বিমান হামলা চালালেও তাদের হামলা থামেনি। হুতি-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আল মাসিরাহ জানায়, আজ সকালে মার্কিন বিমান বাহিনী আল–জাওফ প্রদেশের আল–হাজম জেলায় ১০টি এবং মা’আরিব প্রদেশে তিনটি হামলা চালিয়েছে।