ফের বিস্ফোরণে কাঁপল ইরান


ডেস্ক নিউজ | Published: 2025-05-04 21:46:29 BdST | Updated: 2025-05-29 19:00:18 BdST

ইরানে একের পর এক বিস্ফোরণের ঘটনা আতঙ্ক ছড়াচ্ছে। বন্দর শহর বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণের ক্ষতচিহ্ন এখনো শুকায়নি, এর মধ্যেই আবারও কেঁপে উঠল দেশটি। রোববার (৪ মে) মাশহাদ শহরের একটি বড় মোটরসাইকেল ও টায়ার তৈরির কারখানায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর বিশাল কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, আকাশের অনেকটা অংশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে।

বিজ্ঞাপন

স্থানীয় সংবাদমাধ্যম আলবাওয়াবার প্রতিবেদনে বলা হয়েছে, ঠিক কীভাবে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটেছে, তা এখনো পরিষ্কার নয়।

এর আগে ২৬ এপ্রিল ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসে ভয়াবহ এক বিস্ফোরণে কেঁপে ওঠে শহরটি। ওই ঘটনায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৭০ জন, আহত হয়েছেন ৫০০–র বেশি মানুষ।

ওয়াশিংটন পোস্ট জানায়, একটি কনটেইনারে থাকা রাসায়নিক পদার্থ থেকে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকেই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করে বিশেষজ্ঞরা নিশ্চিত করেন, ওই রাসায়নিকের কারণেই এত বড় বিপর্যয় ঘটে।

 

বিজ্ঞাপন