
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছেছে যে, তা সামরিক সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই প্রেক্ষাপটে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ সোমবার রুদ্ধদ্বার বৈঠকে বসছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, পেহেলগামে ২২ এপ্রিল সংঘটিত হামলার পরবর্তী পরিস্থিতি এবং ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়ে এই বৈঠকে আলোচনা হবে। পাকিস্তানের অনুরোধেই বৈঠকটি ডাকা হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা জাতিসংঘে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং ভারতের একতরফা সিদ্ধান্তগুলোর ব্যাখ্যা দেবে। ইসলামাবাদ মনে করছে, এই উদ্যোগের মাধ্যমে তারা আন্তর্জাতিক মহলের কাছে বাস্তব চিত্র তুলে ধরতে পারবে।
পেহেলগাম হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং আটারি–ওয়াঘা স্থলসীমান্ত সাময়িকভাবে বন্ধ করে দেয়। জবাবে পাকিস্তান ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে এবং দ্বিপক্ষীয় বাণিজ্য স্থগিত করে।
এছাড়া, গত শনিবার পাকিস্তান ৪৫০ কিলোমিটার পাল্লার “আবদালি” ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে, যা “সিন্ধু মহড়া”র অংশ বলে জানানো হয়েছে। ভারতের কর্মকর্তারা একে সরাসরি উসকানি হিসেবে আখ্যা দিয়েছেন।
এই উত্তেজনাকর পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় ভারত ও পাকিস্তানকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। রাশিয়া বলেছে, দুই পক্ষ সম্মত হলে তারা মধ্যস্থতার জন্য প্রস্তুত।
বর্তমানে সীমান্তে সংঘর্ষ, কূটনৈতিক সম্পর্কের অবনতি এবং পারস্পরিক নিষেধাজ্ঞার কারণে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে। জাতিসংঘের এই বৈঠকে উত্তেজনা প্রশমনে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয় কি না, সে দিকেই নজর রাখছে বিশ্ববাসী।