জার্মানির চ্যান্সেলর হতে পারেননি মের্ৎস, প্রথম দফার ভোটেই ব্যর্থতা


ডেস্ক নিউজ | Published: 2025-05-06 19:53:36 BdST | Updated: 2025-05-29 05:59:56 BdST

জার্মানির সর্বশেষ জাতীয় নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েছিল ফ্রেডরিখ মের্ৎসের নেতৃত্বাধীন রক্ষণশীল জোট—ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) ও ক্রিশ্চিয়ান সোশ্যালিস্ট পার্টি (সিএসইউ)। কিন্তু পার্লামেন্টে চ্যান্সেলর নির্বাচিত হতে গিয়ে প্রথম ধাক্কা খেলেন তিনি। বুন্দেসট্যাগে প্রথম দফার ভোটেই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছেন মের্ৎস।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানির রাজনীতিতে এই ব্যর্থতা একটি বড় ধাক্কা ও নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। মঙ্গলবার অনুষ্ঠিত প্রথম দফার ভোটে ৬৯ বছর বয়সী মের্ৎস পেয়েছেন ৩১০টি ভোট, যা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থেকে ছয়টি কম। এর মানে হলো, তাঁর নিজের জোটের অন্তত ১৮ জন এমপি তাঁকে সমর্থন করেননি।

বিজ্ঞাপন

যদিও এটি কোনো বড় ধস নয়, তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো চ্যান্সেলর প্রার্থী প্রথম দফার ভোটে ব্যর্থ হলেন। ফলে ফ্রান্স ও পোল্যান্ডে তাঁর পরিকল্পিত সফর নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ফেব্রুয়ারির নির্বাচনে জয়ের পর মধ্য-বামপন্থী সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) সঙ্গে জোট গঠন করেন মের্ৎস। ভোটের ফলাফল ঘোষণার পর দেখা যায়, ৩০৭ জন তাঁর বিপক্ষে ভোট দেন এবং ৯ জন ভোট দেওয়া থেকে বিরত থাকেন। ভোটের পর হতভম্ব মের্ৎস সহকর্মীদের সঙ্গে আলোচনা করতে দাঁড়িয়ে পড়েন।

বুন্দেসট্যাগের প্রেসিডেন্ট জুলিয়া ক্লোয়েকলার অধিবেশন মুলতবি ঘোষণা করেন। মের্ৎস সংখ্যাগরিষ্ঠতা পাবেন বলে আগের দিন পর্যন্ত তাঁর দল আশাবাদী ছিল।

লন্ডনভিত্তিক বেরেনবার্গ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হোলগার শ্মিইডিং এই পরিস্থিতিকে "একটি গুরুত্বপূর্ণ নেতিবাচক বার্তা" হিসেবে উল্লেখ করে বলেন, “তিনি হয়তো শেষ পর্যন্ত নির্বাচিত হবেন, কিন্তু এটি পরিষ্কারভাবে দেখায় যে জোটে ঐক্য নেই, যা তাঁর প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষমতাকে দুর্বল করতে পারে।”

বিজ্ঞাপন