
ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় আটজন নিহতের পর জরুরি বৈঠকে বসছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি। আজ বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় এ বৈঠক শুরু হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, এমন এক সময় পাকিস্তান নিরাপত্তা কমিটি জরুরি বৈঠক ডেকেছে, যার কয়েক ঘণ্টা আগেই ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে আটজন নিহত হয়েছে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জাতীয় নিরাপত্তা কমিটির এই বৈঠক ডেকেছেন। এর আগে আজ পাকিস্তান এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরের নয়টি স্থানে হামলা চালায় ভারত। দিল্লি বলেছে, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার প্রতিক্রিয়ায় এই হামলা করা হয়েছে।
পাকিস্তান এই হামলাকে কাপুরুষোচিত হামলা বলে অভিহিত করেছে। একই সঙ্গে পাকিস্তানের পক্ষে বলা হয়, উপযুক্ত স্থান ও সময়ে জবাব দেওয়া হবে।