ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ফল সোমবার


টাইমস অনলাইনঃ | Published: 2018-09-17 02:52:12 BdST | Updated: 2024-07-03 05:02:24 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদের অন্তর্ভুক্ত ‘গ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে সোমবার। 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।

আনুষ্ঠানিকতার পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে।

গ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে গত শুক্রবার শুরু হয়েছে এবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ।

‘গ’ ইউনিটের ১ হাজার ২৫০টি আসনের বিপরীতে এবার ভর্তিচ্ছুর সংখ্যা ২৬ হাজার ৯৬০ জন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে ভর্তির লড়াইয়ে আছেন ২১ জন।

সব মিলিয়ে বিশ্ববিদ্যারয়ের পাঁচটি ইউনিটে ৭ হাজার ১২৮টি আসনের বিপরীতে এবার মোট ২ লাখ ৭২ হাজার ৫১২জন আবেদন করেছে এবার। এই হিসাবে প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী থাকছেন ৩৮ জন।

২১ সেপ্টেম্বর খ-ইউনিট, ২৮ সেপ্টেম্বর ক-ইউনিট, ১২ অক্টোবর ঘ-ইউনিট, ১৫ সেপ্টেম্বর চ-ইউনিটের সাধারণ জ্ঞান অংশের এবং ২২ সেপ্টেম্বর চ-ইউনিটের অংকন অংশের ভর্তি পরীক্ষা হবে।