ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘চ’ ইউনিটের অংকন পরীক্ষা অনুষ্ঠিত


Dhaka University Times | Published: 2018-09-23 01:52:00 BdST | Updated: 2024-07-03 05:28:22 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিট-এর অধীনে ১ম বর্ষ বিএফএ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা (অংকন) শনিবার সকালে চারুকলা অনুষদে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান পরীক্ষা-কেন্দ্র পরিদর্শন করেন। এসময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, চারুকলা অনুষদের ডিন ও চ-ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক নিসার হোসেন এবং প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী তাঁর সাথে ছিলেন।

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর ২০১৮ শনিবার অনুষ্ঠিত চ-ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষায় উত্তীর্ণ মোট ১ হাজার ৫৬৬জন অংকন পরীক্ষায় অংশগ্রহণ করে। চ-ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ১৩৫টি।