জবি’র প্রথম বর্ষে ভর্তির ২য় মেধা তালিকা প্রকাশ


টাইমস অনলাইনঃ | Published: 2018-11-19 04:36:48 BdST | Updated: 2024-07-08 04:27:06 BdST

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ১ম মাইগ্রেশন ও ২য় মেধাতালিকা প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শনিবার (১৭ নভেম্বর) রাতে এ তথ্য প্রকাশ করা হয়।

ইউনিট-১ এর ২য় মেধা তালিকায় ১ হাজার ৬৩৬ থেকে ২হাজার ৬৭৬ পজিশনের মধ্যে থাকা শিক্ষার্থীদের ভর্তির জন্য আহ্বান করা হয়েছে।

ইউনিট-২ এর ২য় মেধাতালিকায় ৮৮১ থেকে ১ হাজার ৬৪ পজিশনের মধ্যে থাকা শিক্ষার্থীদের এবং ইউনিট-৩ এর ২য় মেধা তালিকায় ৭০১ থেকে ৭৭৩ পজিশনের মধ্যে থাকা শিক্ষার্থীদের ভর্তির জন্য আহ্বান করা হয়েছে।

ইউনিট ১, ২ ও ৩ এর ২য় মেধাতালিকায় মনোনয়ন প্রাপ্তদের ১৮-২২ নভেম্বরের মধ্যে SureCash এর মাধ্যমে ভর্তি ফি জমা দিতে হবে। টাকা জমা দিয়ে ১৮-২৩ নভেম্বরের মধ্যে ওয়েবসাইট থেকে প্রিন্টকৃত ও স্বাক্ষরিত আবেদন ফরম, প্রবেশপত্র, সত্যায়িত কপিসহ এসএসসি’র মূল সনদপত্র ও নম্বরপত্র এবং এইসএসসি এর মূল সনদপত্র, নম্বরপত্র ও রেজিস্ট্রেশন কার্ড, ২ কপি ছবি এবং প্রশংসাপত্র মনোনয়নপ্রাপ্ত বিভাগে জমা দিতে হবে। আসন শূন্য থাকা সাপেক্ষে পরবর্তী মেধাতালিকা প্রকাশ করা হবে।

এছাড়াও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে।