বিশ্ববিদ্যালয় ভর্তির ফ্রি কোচিং কুমিল্লার অন্বেষণ


কুমিল্লা | Published: 2019-04-29 10:08:23 BdST | Updated: 2024-07-08 05:28:48 BdST

ঢাকায় অধ্যয়নরত কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার শিক্ষার্থীদের সংগঠন ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস এসোসিয়েশন অব ঢাকা (বাসেড)। বাসেডের পক্ষ থেকে সম্প্রতি চালু করা হয়েছে বিশ্ববিদ্যালয় ভর্তির ফ্রি কোচিং অন্বেষণ। যেখানে ব্রাহ্মণপাড়া উপজেলার শিক্ষার্থীরা বিনামূল্যে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির কোচিং করার সুযোগ পায়।

অন্বেষণ কোচিং এ রাখা হয় না কোন প্রকার ফি।বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং শুধুমাত্র বিত্তবান পরিবারের শিক্ষার্থীদের জন্য এমন ধারণাকে পাল্টে দিয়ে বিনামূল্যে কোচিং ধারণার প্রবর্তন করেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শিক্ষার্থীরা। বাসেডের পক্ষ থেকে পরিচালিত এই কোচিংয়ের এমন অসাধারণ উদ্যোগের বিষয় নিয়ে জানতে কথা হয় অন্বেষণ কর্তৃপক্ষের সাথে। 

অন্বেষণ এর অন্যতম পরিচালক ব্রাহ্মণপাড়া স্টুডেন্ট এসোসিয়েশন অব ঢাকার সভাপতি হানিফ সিরাজীর সাথে। একান্ত আলাপে উঠে আসে কোচিং পরিচালনা ও ব্যতিক্রমী উদ্যোগের কথা। তিনি জানান তার কোচিং হাঁটি হাঁটি পা পা করে এখন সফলতার পঞ্চম বছরে।তিনি জানান তার কোচিং এ অধ্যয়ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন অনেকেই।
কোচিং বাবদ খরচ হওয়া অর্থের যোগান নেয়া সম্পর্কে বাসেড সভাপতি বলেন, আমরা ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন সামাজিক ব্যক্তিদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তাঁদের সহায়তায় এই অন্বেষণ পরিচালনা করে থাকি। তাছাড়া বিভিন্ন শিক্ষানুরাগী ব্যক্তি এ মহৎ উদ্যোগের প্রশংসাও করেন। তাছাড়া সভাপতি বলেন, সর্বশেষ আশ্রয়স্থল হিসেবে আমরা বুড়িচং-ব্রাহ্মণপাড়া পেশাজীবি কল্যাণ সমিতি তাদের সহায়তা প্রদান করেন, আর এভাবেই দীর্ঘ পাঁচ বছর আগে এই অন্বেষণ পরিচালনা শুরু হয়। ২০১৪ সালে অন্বেষণ প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো: মনির সরকার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এস এম জহিরুল ইসলাম ও সরকার সাইদুল ইসলাম এর হাত ধরে। কোচিং করানো হয় ব্রাহ্মণপাড়া উপজেলার মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা শুক্র ও শনিবার অন্বেষণের ক্লাশ পরিচালিত হয়। অন্বেষণের পরিচালনায় থাকা শিক্ষার্থীরা জানান,হতদরিদ্র পরিবার কিংবা বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার স্বপ্নও যারা দেখতে সাহস পায়না তাঁদের কে সেই সাহস দেখিয়ে আবার সুচারুরূপে উচ্চশিক্ষার জন্য প্রস্তুত করে তোলাই অন্বেষণের লক্ষ্য।
তারা আরো বলেন বর্তমান বাংলাদেশে কোচিং বাণিজ্যের প্রকট সমস্যা সমাধানে এই অন্বেষণ সবার কাছে দৃষ্টান্তও হতে পারে। এর মাধ্যমে আমরা মানবিক ব্রাহ্মণপাড়া গড়ে তুলতে সক্ষম হবো।