রাবিতে ভর্তি পরীক্ষা ২০-২২ অক্টোবর, পদ্ধতিতে পরিবর্তন


রাবি | Published: 2019-07-25 03:13:37 BdST | Updated: 2024-07-08 03:58:27 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২০ থেকে ২২ অক্টোবর। বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) ও লিখিত উভয় পদ্ধতিতে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর পাস করা শিক্ষার্থীরাই শুধু পরীক্ষায় অংশ নিতে পারবেন।

আজ বুধবার সকালে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ভর্তি পরীক্ষা-সংক্রান্ত মূল কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়েছে।

অনলাইনে প্রাথমিক আবেদনের পর উচ্চমাধ্যমিক (এএইচএসসি) পরীক্ষায় প্রাপ্ত নম্বরের মেধাক্রম অনুসারে তিনটি ইউনিটের বিপরীতে ৩২ হাজার করে শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

কত আসন
বিশেষ কোটাসহ ৪ হাজার ১৫১ আসনের বিপরীতে তিনটি ইউনিটে পরীক্ষা নেওয়া হবে। আগামী ২০,২১ ও ২২ অক্টোবর প্রতিদিন দুটি শিফটে তিনটি ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। একজন পরীক্ষার্থী কেবল একটি ইউনিটে আবেদন করতে পারবেন। এবারের পরীক্ষায় কোনো পরীক্ষার্থী দ্বিতীয়বার অংশগ্রহণ করার সুযোগ পাবেন না। ২০১৯ সালে এএইচএসসি পরীক্ষায় পাস করেছেন এমন শিক্ষার্থীরা শুধু এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।