রাবির ভর্তি পরীক্ষার ফি কমলো, প্রতি ফরম ১২০০ টাকা


RU | Published: 2019-08-28 04:30:46 BdST | Updated: 2024-07-08 03:33:41 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ফি কমিয়ে ১২০০ টাকা করা হয়েছে। পাশাপাশি যোগ্যতা থাকলে একাধিক ইউনিটে পরীক্ষা দেয়ার সুযোগ থাকবে শিক্ষার্থীদের।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহানের সভাপতিত্বে ভর্তি উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রতি ইউনিটে ভর্তি পরীক্ষার ফরমের মূল্য ১৯৮০ টাকা নির্ধারণ করা হয়। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে ভর্তি পরীক্ষার আবেদন ফি কমিয়ে ১২০০ টাকা করা হয়।