নোবিপ্রবি'র ভর্তি আবেদন শুরু আজ


Noakhali | Published: 2019-09-05 12:27:37 BdST | Updated: 2024-07-08 03:10:05 BdST

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) থেকে। আবেদন চলবে আগামী ৪ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ভর্তি আবেদন চলবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,২০১৫, ২০১৬ ও ২০১৭ সালে এসএসসি বা সমমান এবং ২০১৮ ও ২০১৯ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। প্রতিটি ইউনিটের আবেদন ফি ধার্য করা হয়েছে ৮০০ টাকা।

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ৪ টি ইউনিট ( এ,বি,সি,ডি) এ আবেদন করতে পারবে। ব্যবসায় বিভাগের শিক্ষার্থীরা ২ টি ইউনিট ( ডি,এফ) এ আবেদন করতে পারবে এবং মানবিক বিভাগের শিক্ষার্থীরা ২ টি ইউনিটে ( ডি,ই) আবেদন করতে পারবে।

এ,বি & সি ইউনিটে আবেদনের জন্য এসএসসি তে কমপক্ষে জিপিএ ৩.০০ এবং এইচএসসিতে জিপিএ ৩.৫০ এবং উভয় মিলিয়ে মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে।

ডি ইউনিটে আবেদনের জন্য এসএসসি তে কমপক্ষে জিপিএ ২.৫০ এবং এইচএসসিতে জিপিএ ২.৫০ এবং উভয় মিলিয়ে মোট জিপিএ ৬.০০ থাকতে হবে।

ই ইউনিটে আবেদনের জন্য এসএসসি তে কমপক্ষে জিপিএ ২.৫০ এবং এইচএসসিতে জিপিএ ২.৫০ এবং উভয় মিলিয়ে মোট জিপিএ ৫.৫০ থাকতে হবে।

এফ ইউনিটে আবেদনের জন্য এসএসসি তে কমপক্ষে জিপিএ ২.৫০ এবং এইচএসসিতে জিপিএ ২.৫০ এবং উভয় মিলিয়ে মোট জিপিএ ৬.০০ থাকতে হবে।

'এ' ইউনিট ও 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ১ নভেম্বর এবং 'সি', 'ডি', 'ই' ও 'এফ' ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ২ নভেম্বর। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।