চবির বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৫২ শতাংশ


CU Correspondent | Published: 2024-03-09 08:57:53 BdST | Updated: 2024-04-27 16:44:36 BdST

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ (স্নাতক) ভর্তি পরীক্ষার ফলাফল শুক্রবার (৮ মার্চ) বিকাল ৫টায় প্রকাশিত হয়েছে। এতে পাস করেছেন ৪০ হাজার ৮৬৬ জন পরীক্ষার্থী। পাসের হার ৫২ দশমিক ৮৯ শতাংশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ মোস্তফা।

গত শনিবার (২ মার্চ) অনুষ্ঠিত হওয়া বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ৭৭ হাজার ২৫৯ জন। এর মধ্যে পাস করেছেন ৪০ হাজার ৮৬৬ জন এবং অকৃতকার্য হয়েছেন ৩৬ হাজার ৩৯৩ জন। পাসের হার ৫২.৮৯%। সর্বোচ্চ নম্বর ১১০ ও সর্বনিম্ন নম্বর ৫২.৪৬।

ভর্তি পরীক্ষার ফলাফল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজের https://www.facebook.com/ictcu?mibextid=ZbWKwL মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তবে পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের https://admission.cu.ac.bd/মাধ্যমে ভর্তি পরীক্ষার আইডি লগইন করে ফলাফল জানতে পারবে।