নারী দিবসে ছাত্রদলের বইমেলা ও নারী উদ্যোক্তা মেলা


Dhaka | Published: 2025-03-07 14:32:03 BdST | Updated: 2025-03-26 17:36:00 BdST

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে "অদম্য নারী, শক্তিতে অজেয়" স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী-পেশার সংগ্রামী নারী ও জুলাইয়ের নারী শহীদ এবং আন্দোলনকারীদের প্রতি বিশেষ ট্রিবিউট আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আগামীকাল ৮ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এই কর্মসূচি পালিত হবে।

এতে বাংলাদেশের স্বনামধন্য ১৫টি প্রকাশনীর স্টল থাকবে। ২৫% ছাড় দেয়া হবে বইয়ে। থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্যেক্তা নারীদের জন্য ১০টি স্টল( বিভিন্ন ক্যাটাগরিতে)। এছাড়া আলোচনা অনুষ্ঠানে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী যেকোন নারী শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি মানসুরা আলম জানান, এই মেলায় শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন৷ আলোচনা সভায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য গিফট ও ইফতারের ব্যবস্থা থাকবে।