
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলনেতা তানভীর বারী হামিম কুরআন তিলওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছেন।"KAMOL MEDI AID, DU presents প্রথম আল-কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা-২০২৫" শীর্ষক ব্যানারে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতাটি আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতায় রেজিস্ট্রেশনের শেষ সময় ৮রোজা,৯ মার্চ,রবিবার।রেজিস্ট্রেশন লিংক:
https://docs.google.comformsd1wmw7feyznpgmpnrgiaui7yawbnl4ijwbmlgs72bfjks/edit
প্রতিযোগিতাটি আগামী ১৪ রোজা, ১৫ তারিখ,শনিবার অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকবেন দেশের স্বনামধন্য ক্বারী ও হাফেজগণ।
প্রতিযোগিতার ব্যাপারে কমল মেডি এইড,ঢাবি'র প্রতিষ্ঠাতা তানভীর বারী হামিম জানান-"ঢাবি শিক্ষার্থীদের মাঝে পবিত্র রমজান মাসে আল কুরআন তিলওয়াত প্রতিযোগিতাটি কুরআনের প্রতি তরুণ শিক্ষার্থীদের আকর্ষন বৃদ্ধি করে কুরআনের আলোকে জীবন গড়তে সহযোগিতা করবে। কমল মেডি এইড শিক্ষার্থীদের শুধু টেলিমেডিসিন সেবা কিংবা স্বাস্হ্যসেবা ক্যাম্পেই সীমাবদ্ধ থাকবেনা, শিক্ষার্থীদের মানসিক ও দৈহিক উন্নতি লাভেও ভূমিকা রাখবে।"
সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৩টি হলের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্প্রীতি আন্তঃহল শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে প্রতিষ্ঠানটি। এছাড়াও কলাভবন ও সামাজিক বিজ্ঞান ভবন গার্লস কমনরুমে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন করে ও শিক্ষার্থীদের জন্য স্বাস্হ্যসেবা ক্যাম্প আয়োজন করে সাড়া ফেলে সংগঠনটি।