'পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতার অঙ্গীকার স্কুল শিক্ষার্থীদের'


Dhaka | Published: 2023-10-13 07:33:52 BdST | Updated: 2024-04-28 18:48:11 BdST

নিজেদের পরিবেশ নিজেরা সুরক্ষা ও পরিস্কার-পরিন্নতার ব্যাপারে অঙ্গীকার করেছে ভাসানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী। একই সাথে নিজেদের বিদ্যালয়, বাড়ি-ঘর, আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, প্লাস্টিক, পলিথিন বর্জন প্রভৃতি বিষয়ে নিজে সচেতন হওয়ার পাশাপাশি সহপাঠী ও পরিবারের অন্যদের সচেতন করার বিষয়েও প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে তারা।

১১ অক্টোবর, ২০২৩ বুধবার স্কুলের সেমিনার কক্ষে প্রধান শিক্ষিকা পারভীন ফজিলা সহ অন্তত ১০ জন শিক্ষক-শিক্ষিকার উপস্থিতিতে শিক্ষার্থীরা এমন অঙ্গীকার করে।

ভাসানটেক স্কুলের সহযোগিতায় যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন এন্ড লার্নিং এর আয়োজনে '''Epidemic Outbreaks: An impact of Climate Change' শীর্ষক অধিবেশনে মূল বক্তার বক্তব্য রাখেন ন্যাশনাল আই অফটেমলোজি এন্ড হসপিটালের রেটিনা ডিপার্টমেন্টের ফেলো ডা. আতিকুল হক,
প্রধান অতিথি ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা পারভীন ফজিলা এবং সভাপতিত্ব করেন
গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন এন্ড লার্নিং এর বাংলাদেশ প্রতিনিধি মো: সাহিদুল ইসলাম।

মূলত স্কুলের জলবায়ু ক্লাবের সদস্যদের নিয়ে এই সেমিনার আয়োজন করা হয়।

অধিবেশনে মূল বক্তা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে প্রাদুর্ভাব হচ্ছে নানা সংক্রামক রোগের। বদলে যাচ্ছে প্রচলিত রোগের চরিত্রও। সবে মানুষ করোনা প্রাদুর্ভাব কাটিয়ে উঠতে শুরু করেছে। কিন্তু শংকা কাটেনি আরও ঙয়ংকর রোগের। নতুন নতুন বহু রোগের আশঙ্কা দেখা দিয়েছে। এগুলো সবই জলবায়ু পরিবর্তনের কারণ। এই অবস্থায় আমাদেরকে জলবায়ু পরিবর্তনরোধে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে। এর মধ্যে স্কুল শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে।

জলবায়ু ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীরা যেন সব সময় পরিবেশ সংরক্ষণ ও সচেতনতামূলক কাজ চালিয়ে যায়-সে আহ্বান জানান তিনি।

সেমিনারে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জলবায়ু ক্লাব হলো এই স্কুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাব। বর্তমান সময়ে আমাদেরকে জলবায়ু সচেতন মানুষ হিসেবেই গড়ে উঠতে হবে। তোমরা পড়ালেখার পাশাপাশি ক্লাবের কর্মকাণ্ড ভালোভবে চালিয়ে নেবে-সেই আহ্বান জানাচ্ছি তোমাদেরকে।

গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন এন্ড লার্নিং, বাংলাদেশের কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার সাইফুল্লাহ সাদেক এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের শিক্ষক মো: গোলাম মোস্তাফা।

অধিবেশন শেষে শিক্ষার্থীরা নিম্নলিখিত বিষয়গুলো অনুসরণ করার অঙ্গীকার করে-
১. তারা আর পলিথিন ব্যবহার করবে না;
২. প্রতিদিন তারা তাদের প্রাঙ্গনে জমে থাকা এবং অব্যবহৃত পানি নিষ্পত্তি করবে;
৩. প্রতিদিন ঘুমানোর সময় তাদের নিজে মশারি টানাবে;
৪. তারা একক-ব্যবহারের প্লাস্টিকের কাপ, চশমা, আইসক্রিম কাপ, ইত্যাদি নির্দিষ্ট এলাকায় ব্যবহার করার পরে নিষ্পত্তি করবে এবং এই ধরনের বাতিল কাপ নির্দিষ্ট এলাকায় ফেলে দেবে;
৫. স্কুল, বাড়ি এবং ছাদে নিয়মিত গাছ লাগাবে

আগেরদিন জলবায়ু ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গনে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে। সেই সাথে ডেংগু সহ নানা রোগের কারণ ও প্রতিকারের ওপর দেয়ালিকা প্রকাশ করে জলবায়ু ক্লাবের সদস্যরা।