কোটা পুনর্বহালের রায় ছাত্রসমাজ প্রত্যাখান করছে: মামুন


ঢাকা | Published: 2024-06-06 06:30:39 BdST | Updated: 2024-06-26 15:15:43 BdST

ছাত্র সমাজের আন্দোলনের যৌক্তিকতায় বাতিল হওয়া কোটা পুনর্বহালের রায়ের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে মিছিল শুরু করে ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কোটা সংস্কার আন্দোলনের দাবিতে গড়ে উঠা সংগঠনের আহ্বায়ক হাসান আল মামুন।

তিনি বলেন, ২০১৮ সালের বৃহৎ ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে বিসিএস সহ সরকারি ১ম এবং ২য় শ্রেণির চাকরিতে কোটা বাতিল করে প্রজ্ঞাপন দেয় সরকার। যার ফলে মেধাবীরা নিজ যোগ্যতায় বিসিএস সহ সকল সরকারি চাকরিতে নিয়োগ পায়। কোটা দিয়ে লক্ষ লক্ষ উচ্চ শিক্ষিত বেকারকে তাদের অধিকার থেকে বঞ্চিত করার কোনো রায় আমরা মানি না। কোটা পুনর্বহালের এই রায় ছাত্রসমাজ প্রত্যাখান করছে।

মামুন বলেন, কিন্তু আজকে ৫/৬/২০২৪ সেই নির্বাহী আদেশ বাতিল করে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা ৩০% কোটা বহাল রাখে। আমরা এই রায়কে প্রত্থাখান করি এবং সরকারি চাকরিতে কোনো কোটা না রাখার দাবি জানাই। আগামীকাল বৃহস্পতিবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এবং দেশের প্রতিটি কলেজ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিলের আহ্বান জানাই।

ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ বলেন, ১৮ সালে শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রেক্ষিতে সংসদে
কোটা বাতিলের বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।কিন্তু ৬ বছর পর হাইকোর্ট সেই কোটা পুনবর্হালের রায় এই দেশের মেধাবীদের সাথে প্রতারণার শামিল। ১৮ সালে দেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলো যেভাবে অচল করে দিয়েছিলো ছাত্র সমাজ,কোটা পূুনবর্হালের এই রায় বাতিল না করলে আবারও ছাত্র সমাজ রাজপথে নামবে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ছাত্র নেতা শাকিল মিয়া,নাজমুল হাসান,নেওয়াজ খান বাপ্পি, অর্নব হোসাইন, আরাফাতসহ নেতাকর্মীরা।