রাত ৮টায় জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা করবে আন্দোলনকারীরা


Desk report | Published: 2024-08-05 19:33:25 BdST | Updated: 2024-09-07 16:49:27 BdST

আজ সোমবার (৫ আগস্ট) রাত ৮টার দিকে জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আন্দোলনকারী নেতারা টেলিভিশন চ্যানেলের এক লাইভ অনুষ্ঠানে জানান, রাত ৮টায় রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারায় জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা করা হবে।