আবদার-তদবির করলে আমার সাথে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে


Desk report | Published: 2024-08-09 09:05:35 BdST | Updated: 2024-09-07 16:18:49 BdST

ব্যক্তিগত সম্পর্কের খাতিরে কোনো ধরনের আবদার-তদবির যেন কেউ না করে সে বিষয়ে সতর্ক করেছেন বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ও নবগঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ।

বৃহস্পতিবার (৮ আগস্ট) শপথ গ্রহণের পর রাতে নিজের ফেসবুক টাইমলাইনে এ বিষয়ে সতর্কতা জানিয়ে পরিচিতজনদের উদ্দেশে তদবির থেকে বিরত থাকার পরামর্শ দেন আসিফ।

ফেসবুকে আসিফ লিখেন, ‘ব্যক্তিগত লাভের আশায় আবদার, তদবির করা থেকে বিরত থাকুন। এতে করে আমার সাথে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। দেশগঠনে পরামর্শ থাকলে জানাবেন।’

এর আগে পৃথক ফেসবুক স্টাটাসে আসিফ মাহমুদ বলেন, ‘শহীদের রক্তের বিনিময়ে যে দায়িত্ব পেয়েছি তা পালনে সততা ও নিষ্ঠার সাথে সর্বোচ্চ সচেষ্ট থাকবো। ছাত্র-নাগরিক অভ্যুত্থানের প্রতিজ্ঞা বাস্তবায়নই অন্তর্বর্তীকালীন সরকারে অংশগ্রহণের মূল উদ্দেশ্য।