বৈষম্য থেকে মুক্তি চায় নিরীক্ষা ও হিসাব বিভাগের অডিটরগণ


ঢাকা | Published: 2024-09-03 13:09:16 BdST | Updated: 2024-09-07 18:17:52 BdST

আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) নিরীক্ষা ও হিসাব বিভাগের অডিটরগণ ডিপার্টমেন্টাল বৈষম্যের বিরুদ্ধে দেশব্যাপি বিক্ষোভ-সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা অভিযোগ করেন উচ্চ আদালতের একাধিক রায়, আইন উপদেষ্টার ইতিবাচক মতামত থাকা সত্ত্বেও অডিটর পদের বেতন গ্রেড ১০ম গ্রেডে উন্নীতকরণ এখনো বাস্তবায়িত হয়নি।

একই দাবীতে গতকাল সোমবারও (২ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলস্থ বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) এর কার্যালয়ের সামনে অডিটরগণ দিনব্যাপি বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন।

বক্তারা বলেন, ২০১৩, ২০১৫ এবং ২০১৮ সালে হাইকোর্ট এবং আপিল বিভাগ অডিটর পদকে গ্রেড-১১ হতে গ্রেড-১০ উন্নীত করার পক্ষে রায় প্রদান করেন।উচ্চ আদালতের রায় উপেক্ষা করে অজানা কারণে অডিটর পদকে ১০ম গ্রেডে উন্নীত না করে শুধুমাত্র রিটকারী ৬১ জনকে ১০ম গ্রেড প্রদান করা হয়েছে।

তারা বলেন, নিরীক্ষা ও হিসাব বিভাগের 'অডিটর' পদটিকে গ্রেড-১০ এ উন্নীত না করে শুধুমাত্র রিটকারী ৬১ জনকে ১০ম গ্রেড প্রদান করায় তিনটি কনটেম্পট পিটিশন দায়ের করা হয়। উক্ত রায়সমূহও পিটিশনারগণের অনুকূলে যায়।উচ্চ আদালতের রায় থাকা সত্ত্বেও তা বাস্তবায়ন করা হয়নি, যা স্পষ্টত আদালত অবমাননা।

উল্লেখ্য, ১২-০৮-২০২৪ খ্রি. তারিখে অডিটর পদকে ১০ম গ্রেডে উন্নীত করার লক্ষ্যে মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) এর কার্যালয় থেকে অর্থ বিভাগে প্রস্তাব প্রেরণ করা হয়।এর প্রেক্ষিতে উক্ত বিষয়ে অর্থ বিভাগ কর্তৃক আইন মন্ত্রণালয় হতে মতামত চাওয়া হলে এক্ষেত্রে কোন আইনগত বাধা নেই মর্মে অর্থ বিভাগকে অবগত করা হয়।কোন প্রকার জটিলতা না থাকা সত্ত্বেও অর্থ বিভাগ কর্তৃক উদ্দেশ্য প্রণোদিতভাবে এর বাস্তবায়নকে বাধাগ্রস্ত করা হচ্ছে যা কর্মক্ষেত্রে ক্রমাগত বৈষম্য বৃদ্ধি করছে।

সমাবেশ থেকে অডিটরগণ জানান, অডিটর পদে দুই ধরনের গ্রেড বিদ্যমান বৈষম্য দূর করার জন্য উচ্চ আদালতের রায় এবং আইন উপদেষ্টার ইতিবাচক মতামতের প্রেক্ষিতে অডিটর পদকে ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখ হতে দশম গ্রেড বাস্তবায়ন চান।

সিএজি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ প্রসঙ্গে বলেন, যৌক্তিক বিষয়টি নিয়ে অর্থ বিভাগের অহেতুক কালক্ষেপণ অত্যন্ত দুঃখজনক।