
দেশের বিচার ব্যবস্থার পরিচালনার জন্য নতুন করে ৩৪ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। গত মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে বরগুনা জেলার বেতাগী উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের প্রয়াত আব্দুর রবের সন্তান অ্যাডভোকেট আরিফুর রহমানও রয়েছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে ভারপ্রাপ্ত সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইনের সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে ৩৪ জন আইনজীবীকে এই নিয়োগ দেওয়া হয়।
এর আগে গত ১২ আগস্টের মধ্যে বিভিন্ন দায়িত্বে থাকা নিয়োগপ্রাপ্ত সকল সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল করে নতুন নিয়োগ দেওয়া হয়। একই দিনে আরও ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের কর্মকর্তাদের পদত্যাগের ঘটনা ঘটে। পরে ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়।
নতুন দায়িত্ব পাওয়ার পর অ্যাডভোকেট আরিফুর রহমান রাষ্ট্রপতিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমি আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি।”