
গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভের প্রেক্ষাপটে মার্কিন নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে মার্কিন দূতাবাস। সোমবার দুপুরে দূতাবাসের ভেরিফাইড ফেসবুক ও এক্স হ্যান্ডলে এক বার্তা দেওয়া হয়।
এতে বলা হয়েছে, সোমবার দিনব্যাপী বিক্ষোভ হতে পারে। গাজায় সংঘাতের প্রতিক্রিয়ায় ঢাকাসহ সারা দেশে বিক্ষোভে এবং প্রতিবাদ কর্মসূচির পরিকল্পনা করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সম্ভাব্য যানজট ও দূতাবাসের সামনে সমাবেশের কারণে সোমবার মার্কিন দূতাবাসের সেবা কার্যক্রম সীমিত থাকবে।
মার্কিন নাগরিকদের চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে বার্তায় বলা হয়, মনে রাখা উচিত, শান্তিপূর্ণ এ বিক্ষোভগুলো সংঘর্ষে রূপ নিতে পারে। সহিংসতায় গড়াতে পারে। মার্কিন নাগরিকদের এ সব বিক্ষোভ এড়িয়ে চলা উচিত। যেকোনো বড় সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করা উচিত।
এছাড়াও মার্কিন নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা, আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকা এবং স্থানীয় সংবাদমাধ্যম পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছে দূতাবাস।
এছাড়াও যে কোনো সহায়তার জন্য ঢাকায় মার্কিন দূতাবাসে যোগাযোগের পরামর্শও দেওয়া হয়েছে সতর্কবার্তায়।
গাজায় ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে সোমবার বিশ্বজুড়ে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি ঘোষণা করেছে ফিলিস্তিন ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস নামের একটি গোষ্ঠী। এর সঙ্গে সংহতি প্রকাশ করে বাংলাদেশেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। পাশাপাশি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।