সুস্পষ্ট ঘোষণা না পেলে ‘মার্চ টু যমুনা’র হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহর


নিজস্ব প্রতিবেদক, ঢাকা | Published: 2025-05-10 21:11:39 BdST | Updated: 2025-05-30 04:35:05 BdST

আন্তর্বর্তীকালীন সরকার নিয়ে এখনো কোনো স্পষ্ট রোডম্যাপ না পাওয়ার অভিযোগ তুলে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন এনিসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, “আর এক ঘণ্টার মধ্যে যদি পরিষ্কার কোনো ঘোষণা না আসে, তাহলে আমরা মার্চ টু যমুনা ঘোষণা করছি।”

শনিবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলের পাশে রাজসিক মোড়ে দেওয়া এক ঘোষণায় তিনি বলেন, “আমাদের কর্মসূচি অনুযায়ী আমরা রাজসিক মোড়ে অবস্থান করব। প্রয়োজনে সেখান থেকেই যমুনার দিকে মিছিল করব।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “এক ঘণ্টা পর আমরা শাহবাগ থেকে বাংলামোটর পর্যন্ত পুরো রাস্তা দখলে নেব, যার কেন্দ্র হবে রাজসিক মোড়।”

উপদেষ্টাদের প্রতি কড়া বার্তা দিয়ে তিনি বলেন, “আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে আপনারা যেন কোনো ধরণের গড়িমসি না করেন। আমরা এখনো আপনাদের ওপর বিশ্বাস রেখেছি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিন।”