
আওয়ামী লীগ নিষিদ্ধে স্পষ্ট রোডম্যাপ না পাওয়ায় ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
আজ শনিবার রাত পৌনে নয়টার দিকে শাহবাগে চলমান গণজমায়েত থেকে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, নির্ধারিত সময়সীমার মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না আসায় তাঁরা শাহবাগ ছেড়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে রাজসিক মোড়ে অবস্থান নেবেন।
ঘোষণার পরপরই শাহবাগে অবস্থানকারী নেতাকর্মীরা ইন্টারকন্টিনেন্টালের দিকে অগ্রসর হতে থাকেন।
এর আগে সন্ধ্যা সাড়ে সাতটায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকারের কাছে এক ঘণ্টার সময় বেঁধে দেন হাসনাত। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সুনির্দিষ্ট রোডম্যাপ না পেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি শুরু হবে।
সেসময় তিনি আরও বলেন, এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের কাছ থেকে কোনো রোডম্যাপ পাওয়া যায়নি। এক ঘণ্টার মধ্যে সুনির্দিষ্ট ঘোষণা না এলে বাংলামোটরের দিকে শাহবাগের সড়ক দখলে নিয়ে রাজসিক মোড়কে কেন্দ্র করে কর্মসূচি পালন করা হবে।
হাসনাত আবদুল্লাহ উপদেষ্টাদের উদ্দেশে বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কোনো রকম টালবাহানা করবেন না। আমরা এখনো আপনাদের ওপর আস্থা রাখছি। কাজেই দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করুন।’
ঘোষণার পরপরই হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যারিকেড দিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।