ব্রাহ্মণবাড়িয়ার ট্রাকচাপায় তিন ছাত্রলীগ নেতা নিহত


টাইমস প্রতিবেদক | Published: 2018-05-06 16:57:21 BdST | Updated: 2024-05-05 07:28:44 BdST

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ক্ষমতাসীন ছাত্রলীগের তিন নেতা নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার (০৫ মে) সন্ধ্যা ছয়টায় উপজেলার কুটি সড়কের শাহপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহরতরা হলেন- উপজেলার কুটি ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক ও ইদ্রিস মিয়ার ছেলে এনামুল হক ফয়সাল (১৯), ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও শান্তিপুর গ্রামের বাসু মিয়ার ছেলে নুরুল আমিন (২২) ও কায়েমপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ও নজরুল ইসলামের ছেলে মো. সজল মিয়া (২০)।

গুরুতর আহত ছাত্রলীগকর্মী ছোটন মিয়াকে (২০) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় মোটরসাইকেলে করে কসবা থেকে নুরুল আমিনসহ চারজন কুটি যাচ্ছিলেন। পথে শাহপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হাড়িয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের (সিলেট মেট্রো ড-১১-১৬৪৬) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই নুরুল আমিন নিহত হন। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফয়সাল ও সজলের মৃত্যু হয়।

কসবা থানার ওসি মো. মুনিরুজ্জামান জানান, ময়নাতদন্ত শেষে রাতেই লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও তার চালক ও সহকারী (হেলপার) পালিয়ে গেছেন।

টিআই/ ০৬ মে ২০১৮