বুক রিভিউ: ইউনিভার্সিটির ক্যান্টিনে


টাইমস অনলাইনঃ | Published: 2017-11-09 22:54:01 BdST | Updated: 2024-04-29 00:24:54 BdST

পর্দা সম্পর্কে বিজ্ঞ আলিম শায়খ আব্দুর রহমান আরিফীর লিখিত ও লক্ষাধিক কপি বিক্রিত খুবই প্রয়োজনীয় ও চমৎকার এক কিতাবের অনুবাদ “ইউনিভার্সিটির ক্যান্টিনে”।

বইতে গল্পাকারে খুবই চমৎকারভাবে ও অকাট্যভাবে দলীল সহকারে নারীর মুখাবয়ব ঢেকে রাখার আবশ্যিকতার বিষয়টি তুলে ধরা হয়েছে। পাশাপাশি ইসলামের সঠিক দিকনির্দেশনাও তুলে ধরা হয়েছে। নারী কিংবা পুরুষ – কারোরই এ চমৎকার বইটি মিস করা উচিত হবে না।

বইয়ের নামঃ ইউনিভার্সিটির ক্যান্টিনে

লেখক : ড. মুহাম্মদ ইবনে আবদুর রহমান আরিফী
প্রকাশনী : হুদহুদ প্রকাশন
বিষয় : ইসলামে নারী

লেখকঃ ডঃ মুহাম্মাদ ইবনে আব্দুর রহমান আরিফি অনুবাদঃ মাওলানা মাহমুদুল হাসান প্রকাশনীঃ হুদহুদ প্রকাশন মুদ্রিত মূল্যঃ ২৪০ টাকা বইটির পৃষ্ঠা সংখ্যা মাত্র ১২৮ লেখক পরিচিতিঃ ডঃ মুহাম্মাদ ইবনে আব্দুর রহমান আরিফি আরব বিশ্বের একজন খ্যাতনামা ব্যক্তিত্ব, বহুগ্রন্থ প্রণেতা, সুবক্তা, সুসাহিত্যিক ও বিজ্ঞ আলিম। তার সরস-সরল, প্রাঞ্জল, ব্যতিক্রমি লেখনী আরব বিশ্বে ব্যাপক সমাদৃত। তার লেখা অনেক বই বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।

বই পরিচিতঃ বইটিতে উপভোগ্য ভঙ্গিতে পর্দার গুরুত্ব ও মেয়েদের মুখাবয়ব ঢেকে রাখার আবশ্যিকতার বিষয়টি শারীয়াতের অকাট্য প্রমাণ ও অনেক ঘটনার বর্ণনাসহ তুলে ধরা হয়েছে। নিকাবের উপর কুরআন হাদিস থেকে ২০টি শক্তিশালী দলিল, চার মাযহাবের ফক্বিহগণের অভিমত ও সারা দুনিয়ার অনেক প্রখ্যাত আলিমের ফাতাওয়া লেখক এই বইতে এনেছেন। গল্পের চরিত্র সারা ও উরাইযের কথোপকথনের মধ্য দিয়ে লেখক মুখায়বের পর্দার গুরুত্ব তুলে ধরেছেন।যা যে কারো জন্য অতুলনীয় উপহার হতে পারে।

প্রতিটি পৃষ্ঠায় দৃষ্টিনন্দন ছবি থাকার কারণে পরিসর আরও ছোট হয়ে এসেছে। এক বসায় পড়ে ফেলার মতো চমৎকার একটি বই। লেখক গল্পের ছলে পর্দার গুরুত্ব তুলে ধরেছেন চমৎকারভাবে যা বই পড়ার ব্যাপারে অনাগ্রহী যে কাউকে বইটি শেষ করা পর্যন্ত বইয়ের মাঝে আটকে রাখবে। গল্পের মূল চরিত্র সারার পর্দানশীন মুসলিম নারী হিসেবে উপস্থাপনা এবং উরাইযের করা পর্দা সম্পর্কিত প্রতিটি প্রশ্নের কুরআন-হাদিস থেকে উৎসারিত দলিল এবং বুদ্ধিবৃত্তিক জবাব নিঃসন্দেহে যেকোন পাঠককেই চমৎকৃত করবে।যারা পর্দা করে চলেন না বা পর্দা করলেও মুখাবয়ব ঢেকে রাখেন না উনাদের জন্য এই বইটি একটি চমৎকার হাদিয়া হতে পারে। বইটি পড়া শেষ হলে অনেকের কাছে নিকাব করা যে কতো জরুরী তাও বুঝতে পারবেন।

এমএসএল