সিলেট-সুনামগঞ্জের বন্যার্তদের পাশে চবি শিক্ষার্থীরা


CU Correspondent | Published: 2022-06-24 01:17:08 BdST | Updated: 2024-04-19 15:27:14 BdST

সিলেট ও সুনামগঞ্জে বন্যার্তদের খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত সিলেটের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২১ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আলাওল হল থেকে প্রায় এক হাজার পরিবারের জন্য শুকনো খাবার নিয়ে সিলেট যান তারা।

চবিতে অধ্যয়নরত সিলেটের শিক্ষার্থীদের সংগঠন ‘জালালাবাদ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের’ উদ্যোগে বিশ্ববিদ্যালয় এবং এর আশপাশ থেকে ৩ লক্ষাধিক টাকা বন্যার্তদের সহায়তার জন্য সংগ্রহ করেন। সে টাকা দিয়ে চট্টগ্রাম থেকেই খাদ্যসামগ্রী কিনে প্যাকেট করা হয়। যা সিলেট ও সুনামগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বণ্টন করা হচ্ছে।

 

সংগঠনের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, চট্টগ্রাম থেকে খাদ্যসামগ্রী নিয়ে দুটি দলে ভাগ হয়ে ত্রাণ বিতরণ করা হচ্ছে। একটি দল সিলেট এবং আরেকটি দল সুনামগঞ্জে গেছেন। সিলেটে দলে থাকা সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ফজলে এলাহি নাইম বলেন, টানা কয়েক দিন অর্থ সংগ্রহ করেছেন আমাদের অ্যাসোসিয়েশনের সদস্যরা। অন্যান্য সময় অনেক জোর করে কাজ করাতে হলেও এবার ব্যতিক্রম ছিল সবাই। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে তারা সারাক্ষণ সহায়তা করেছেন। যার ফলে সূদুর চট্টগ্রাম থেকে এখানে এসে কিছুটা হলেও সহায়তা করতে পারছি আমরা। মানুষের এই কঠিন মুহূর্তে পাশে এসে দাঁড়িয়ে বুঝতে পারছি, ভালো কাজের ফলাফল কেমন হয়।

জালালাবাদ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মাসরুর আহমেদ বলেন, আমাদের জন্মস্থান সিলেট ও সুনামগঞ্জের মানুষ বন্যায় অনেক কষ্টের মধ্যে আছেন। প্রিয়জনদের কষ্টের সময় আমরা বসে থাকতে পারি না। তাই আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছি কিছু সহযোগিতা করার।